উপ নির্বাচনে বিজেপি প্রার্থীদের নামে ফৌজদারি মামলা সর্বাধিক
বর্তমান | ০৭ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের ৬টি আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থীদের বিরুদ্ধে ফৌজদারি অপরাধ সংক্রান্ত মামলা বেশি রয়েছে। ওই দলের ছ’জন প্রার্থীর মধ্যে চারজনের বিরুদ্ধে আদালতে মামলা বিচারাধীন। তৃণমূল কংগ্রেসের দু’জন এবং কংগ্রেসের একজন প্রার্থীর বিরুদ্ধেও মামলা রয়েছে। মোট ৪১ জন প্রার্থীর মধ্যে সাতজনের বিরুদ্ধে বিচারাধীন মামলা আছে আদালতে। মনোনয়নপত্র পেশের সময় প্রার্থীদের জমা দেওয়া এফিডেভিটের তথ্য বিশ্লেষণ করে একটি রিপোর্ট প্রকাশ করেছে স্বেচ্ছাসেবী সংস্থা ওয়েস্ট বেঙ্গল ইলেকশন ওয়াচ। ৪১ জন প্রার্থীর মধ্যে সাতজনের স্থাবর ও অস্থাবর সম্পত্তির মূল্য ১ কোটি টাকার বেশি। কোটিপতি প্রার্থীর নিরিখে এগিয়ে আছে কংগ্রেস। তাদের তিনজন প্রার্থীর সম্পদ ১ কোটি টাকার বেশি। বিজেপির দু’জন ও তৃণমূল কংগ্রেসের একজন প্রার্থী কোটিপতি। নৈহাটি আসনের উপনির্বাচনে বামফ্রন্ট যে সিপিআই (এমএল) লিবারেশন প্রার্থীকে সমর্থন দিয়েছে তাঁকেও কোটিপতির তালিকায় রাখা হয়েছে রিপোর্টে।
১৩ নভেম্বর কোচবিহার জেলার সিতাই, আলিপুরদুয়ার জেলার মাদারিহাট, উত্তর ২৪ পরগনার হাড়োয়া ও নৈহাটি, বাঁকুড়ার তালড্যাংরা ও পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর বিধানসভা আসনে উপনির্বাচন হবে। সংশ্লিষ্ট প্রার্থীদের মধ্যে সবচেয়ে সম্পদশালী তিনজন প্রার্থীর মধ্যে তৃণমূল কংগ্রেস, কংগ্রেস ও বিজেপির একজন করে আছেন। তৃণমূল কংগ্রেসের নৈহাটির প্রার্থী সনৎ দে’র মোট সম্পদের পরিমাণ ৪ কোটি ৯০ লক্ষ টাকা। দ্বিতীয় স্থানে আছেন বিজেপির তালড্যাংরার প্রার্থী অনন্যা রায় চক্রবর্তী। তাঁর সম্পদের পরিমাণ প্রায় ২ কোটি ৯৯ লক্ষ টাকা। মেদিনীপুর কেন্দ্রের কংগ্রেস প্রার্থী শ্যামল ঘোষের সম্পদের পরিমাণ প্রায় ১ কোটি ৭০ লক্ষ টাকা। সবচেয়ে বেশি—১১টি ফৌজদারি মামলা আদালতে বিচারাধীন আছে সনৎ দে’র নামে। বিজেপির মেদিনীপুরের প্রার্থী শুভজিৎ রায়ের নামে বিচারাধীন মামলার সংখ্যা ১০।