• ৭৯ হাজারের নীচে নামল সোনা
    বর্তমান | ০৭ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কলকাতায় ৭৯ হাজার টাকার নীচে নামল সোনা। তবে বুধবার তার দাম কমেছে সামান্যই। ওয়েস্ট বেঙ্গল বুলিয়ান মার্চেন্টস অ্যান্ড জুয়েলার্স অ্যাসোসিয়েশনের দেওয়ার তথ্য অনুযায়ী, এদিন কলকাতায় ২৪ ক্যারেট বিশুদ্ধতার পাকা সোনার ১০ গ্রামের দর যায় ৭৮ হাজার ৯৫০ টাকা। মঙ্গলবার তা ছিল ৭৯ হাজার ৫০ টাকা। এদিন কলকাতায় কিলো পিছু খুচরো রুপোর দাম ছিল ৯৩ হাজার ৭৫০ টাকা। প্রসঙ্গত, ধনতেরাসের সময় কলকাতায় সোনা ৮০ হাজার টাকার সীমা পার করেছিল। কেজি পিছু রুপোর দরও প্রায় ছুঁয়ে ফেলেছিল লাখ টাকার সীমা। সেই তুলনায় এখন দাম সামান্য কমায় কিছুটা স্বস্তি। বুধবারই দ্বিতীয়বারের জন্য আমেরিকার প্রেসিডেন্ট পদে ফিরেছেন ডোনাল্ড ট্রাম্প। সেই খবরে ডলারের দাম বেড়েছে। তার জেরেই সোনার দাম বিশ্ববাজারে সামান্য পড়েছে বলে জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)