• ৫০০ টন জঞ্জাল থেকে বায়ো সিএনজি তৈরির প্লান্ট  ধাপায়
    বর্তমান | ০৭ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ধাপায় ইতিমধ্যে জঞ্জাল থেকে বায়ো সিএনজি উৎপাদনের কাজ শুরু হয়েছে। আপাতত পরীক্ষামূলকভাবে চলছে এই কাজ। এবার তা আরও বড় আকারে করতে চাইছে পুরসভা। এর জন্য একটি প্লান্ট বানানো হবে। বুধবার কলকাতা পুরসভার মেয়র পরিষদের বৈঠকের পর একথা জানিয়েছেন মেয়র ফিরহাদ হকিম। তিনি বলেন, ‘পরীক্ষামূলকভাবে এতদিন বায়োগ্যাস তৈরি হচ্ছিল। পুরসভার বেশ কিছু গাড়িও সেই গ্যাসে চলছে। আজ মেয়র পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, ধাপায় নয়া প্লান্টের জন্য শীঘ্রই টেন্ডার ডাকা হবে। এর ফলে একদিকে যেমন পরিবেশ রক্ষা হবে, তেমনই আবর্জনার পাহাড় কমবে ধাপায়।’ পুরসভার জঞ্জাল সাফাই ও কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ সূত্রে খবর, বর্তমানে প্রতিদিন পাঁচ টন জঞ্জাল থেকে ১৬০ কেজি বায়ো সিএনজি উৎপাদন হচ্ছে। এই গ্যাসে তিনটি গাড়ি চলছে। এবার প্রতিদিন ৫০০ টন আবর্জনা পুড়িয়ে বায়ো সিএনজি উৎপাদনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
  • Link to this news (বর্তমান)