• রেলের সমবায় ব্যাঙ্কে চাকরির নামে ৮ লক্ষের প্রতারণা
    বর্তমান | ০৭ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রেলের সমবায় ব্যাঙ্কে চাকরি পাইয়ে দেওয়ার নাম করে আট লক্ষ টাকার প্রতারণা। এই অভিযোগে মঙ্গলবার বউবাজার থানার পুলিস এক যুবককে পাকড়াও করে। বুধবার ধৃতকে ব্যাঙ্কশাল আদালতে হাজির করা হয়। বিচারক তাকে ১৩ নভেম্বর পর্যন্ত পুলিস হেফাজতে রাখার নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি রেলের সমবায় ব্যা঩ঙ্কে চাকরি পাইয়ে দেওয়ার নামে এক তরুণ ও এক তরুণীর কাছ থেকে ১০ লক্ষ টাকা দাবি করে ওই প্রতারক। তার কথায় মজে গিয়ে ওই দু’জন অভিযুক্তকে চার লক্ষ টাকা করে মোট আট লক্ষ টাকা দিয়েও দেন। বাকি টাকা কাজে যোগ দেওয়ার পর মিটিয়ে দেওয়া হবে বলে তাঁরা জানান। এরপর ওই যুবক কিছুদিন আগে ভুয়ো নিয়োগপত্র দু’জনের হাতে তুলে দেয়। ওই নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে গেলে সমবায় ব্যাঙ্কের তরফে তাঁদের জানানো হয়, নিয়োগপত্র ও তাতে ব্যবহৃত সিলমোহর ভুয়ো।

    এরপরই পুলিসে অভিযোগ দায়ের করেন তাঁরা। তার ভিত্তিতে পুলিস প্রতারণা, জালিয়াতি সহ একাধিক ধারায় মামলা দায়ের করে। ঘটনার তদন্তে নেমে পুলিস অভিযুক্ত যুবককে পাকড়াও করে। তার হেফাজত থেকে উদ্ধার হয় বিভিন্ন ভুয়ো নথিপত্র ও সিলমোহর। এদিন ধৃতের তরফে আদালতে জামিনের আর্জি জানানো হয়। যদিও তা বাতিল হয়ে যায়।
  • Link to this news (বর্তমান)