• আজও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এই জেলাগুলিতে, টানা কতদিন চলবে? আবহাওয়ার খবর
    আজ তক | ০৭ নভেম্বর ২০২৪
  • সকাল ও রাতে ঠান্ডা আমেজ। বেশ খানিকটা কমল তাপমাত্রা। আর্দ্রতাজনিত অস্বস্তি মিটলেও এখনই শীতের দেখা নেই বলেই জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে, আজও দক্ষিণবঙ্গের কিছু জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আংশিক মেঘলা আকাশ থাকার কথা।

    এরই মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত। যার জেরে আবহাওয়ার ফের ভোলবদল হতে পারে৷ আবার দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অন্য একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে বাংলাদেশের উপর দিয়ে৷ যার জেরে ঘণ্টায় গড়ে ৩৫- ৪৫ কিমি প্রতি ঘণ্টায় গতিতে ঝোড়ো হাওয়া বইতে পারে৷ বঙ্গোপসাগর উত্তাল হতে পারে৷ মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে৷

    দক্ষিণবঙ্গে আজ কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস?
    দক্ষিণবঙ্গে ৩ জেলার কিছু জায়গায় হালকা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে মৌসম ভবন। দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে বৃষ্টি হতে পারে। অন্য জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে। আগামী ৫ দিনে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রার কোনও বড় পরিবর্তন হবে না।

    কলকাতার তাপমাত্রা
    আজ, বৃহস্পতিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন ২৪ ডিগ্রি সেলসিয়াস।

    উত্তরবঙ্গের আবহাওয়া
    উত্তরবঙ্গে আগামী ৪ দিন শুষ্ক আবহাওয়া থাকবে। কোথাও কোনও বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। পাঁচ জেলা সহ মালদা, দুই দিনাজপুরেও শুষ্ক আবহাওয়া থাকবে। 
  • Link to this news (আজ তক)