• সন্দেশখালির রেখাকে কি 'মাল' বলে সম্বোধন ফিরহাদের? শোরগোল বঙ্গ রাজনীতিতে
    হিন্দুস্তান টাইমস | ০৭ নভেম্বর ২০২৪
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে 'দাড়িওয়ালা' এবং বিজেপি নেত্রী রেখা পাত্রকে 'হেরো মাল' বলে সম্বোধন করার অভিযোগ উঠল রাজ্যের মন্ত্রী তথ তৃণমূল নেতা ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। আসন্ন বিধানসভা উপনির্বাচনে হাড়োয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবিউল ইসলামের হয়ে প্রচারে গিয়েছিলেন ফিরহাদ। সেখানেই তিনি সন্দেশখালি ইস্যুতে বিজেপিকে আক্রমণ শানিয়েছিলেন। সেই ভাষণের একটা অংশের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ফিরহাদকে পালটা আক্রমণ শানালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

    শুভেন্দু অধিকারী ফিরহাদ হাকিমের ভিডিয়ো

    এদিকে এই বিষয়ে মুখ খোলেন বিজেপি নেত্রী রেখা পাত্র। সংবাদমাধ্যমে তিনি বলেন, 'আমাকে যে ভাষায় আক্রমণ করেছেন, সেটা খুবই নিন্দনীয়। অপমান করা হয়েছে, তা আমার মতো খেটে খাওয়া পরিবারের মেয়েকে অপমান করা হয়েছে। এই অপমান গোটা সন্দেশখালির মা-বোনেদের অপমান।'

    ভাইরাল হওয়া ভিডিয়োতে ফিরহাদ হাকিমকে বলতে শোনা যায়, 'সন্দেশখালিতে আমার এক বন্ধু ছিল। তাঁর মেয়ের বিয়ে ঠিক হয়েছিল ক্যানিংয়ে। সেই বিয়ে ভেঙে দেয় ছেলের বাড়ি। তারা বলে, সন্দেশখালি থেকে মেয়ে আনলে পাড়ায় লোকেরা বলবে, এই মেয়ে হয়ত পবিত্র নয়। বাপটা হাউ হাউ করে কাঁদছে, মাটা হাউ হাউ করে কাঁদছে। আর কয়েকদিন আগে এখানে এসেছিলেন এক দাড়িওয়ালা। আরে নামটা বলেন না... দাড়িওয়ালার... নামটা হল নরেন্দ্র মোদী। কাঁদছিলেন... মেরে সন্দেশখালিকে মা, বেহেন... কী কান্না বাবা! আপনাদের এখানে প্রার্থী দিয়ে দিল সন্দেশখালি থেকে। সেই ভদ্রমহিলা কোথায়? এই তো হাজি নুরুলের বিরুদ্ধে কেস করেছিল। হেরে গেল। হেরো মাল। কয়েক লাখ ভোটে হেরে গেল। তারপর কেস করল। কিন্তু বিজেপি মানুষের পাশে আসবে না।'
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)