দিল্লিতে ক্ষমতায় থাকলে এমার্জেন্সি জারি করতেন মমতা, সাংবাদিক গ্রেফতারিতে সুকান্ত
হিন্দুস্তান টাইমস | ০৭ নভেম্বর ২০২৪
কালীপুজোর বিসর্জনে কলকাতার রাজাবারে হিংসার ঘটনা নিয়ে প্রতিবেদন সম্প্রচার করায় একটি সংবাদমাধ্যমের ২ সাংবাদিককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে সংস্থার একাধিক কম্পিউটার। এই ঘটনাকে গণতন্ত্রের ওপর হামলা বলে উল্লেখ করলেন রাজ্য বিজেপি সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেন, কেন্দ্রে ক্ষমতায় নেই বলে ইন্দিরা গান্ধীর মতো ইমারজেন্সি জারি করতে পারছেন না মমতা বন্দ্যোপাধ্যায়।
সুকান্তবাবু বলেন, ‘গণতন্ত্রের উপর হামলা, ডেমোক্রেসির উপরে হামলা ছাড়া আর কিছু না। যে ভাবে সংবাদমাধ্যমের কর্মীদের ওপরে হামলা থেকে শুরু করে পুলিশে গ্রেফতারি থেকে শুরু করে ল্যাপটপ নিয়ে যাওয়া হয়েছে এটা একদম এমার্জেন্সি। এটা আমাদের মনে হচ্ছে ইন্দিরা গান্ধী একসময় এমার্জেন্সি করেছিলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা নেই তাই উনি পারছেন না। ক্ষমতায় থাকলে উনি এমার্জেন্সি করে দিতেন।’
সুকান্তবাবু বলেন, ‘এটা গণতন্ত্রের উপর হামলা সংবাদমাধ্যম চতুর্থ স্তম্ভ, গণতন্ত্রের তাদের উপর হামলা। উগ্রপন্থীদের সঙ্গে পুলিশ এরকম আচরণ করে। করা উচিত। পুলিশের আমরা তো কোনদিন দেখিনি পশ্চিমবঙ্গে পুলিশ এরকম উগ্রপন্থীদের সঙ্গে আচরণ করছে। সংবাদমাধ্যমের অফিসে ঢুকে পুলিশের এরকম আচরণ আমি মহামান্য আদালতের কাছে অনুরোধ করব দৃষ্টান্তমূলক আদেশ আগামী দিনে আসে। পলিটিক্যাল চাপে পুলিশ অপরাধ করেছে।’