• কোন ব্লাড ব্যাঙ্কে কত রক্ত, জানাবে অ্যাপ
    আনন্দবাজার | ০৭ নভেম্বর ২০২৪
  • মুমূর্ষু রোগীর জন্য রক্ত জোগাড়ে হন্যে হতে হয় পরিজনদের। সে ক্ষেত্রে কিছুটা সুরাহা করতেই বিশেষ অ্যাপ চালু করছে রাজ্য স্বাস্থ্য দফতর। এতে মোবাইলে ক্লিক করেই জানা যাবে সেই মুহূর্তে রাজ্যের কোন ব্লাড ব্যাঙ্কে কোন গ্রুপের কত ইউনিট রক্ত মজুত রয়েছে।

    স্বাস্থ্য ভবন সূত্রের খবর, অ্যাপটির এখন পরীক্ষামূলক ভাবে ব্যবহার চলছে। সব ঠিকঠাক থাকলে তা দ্রুত বাজারে আসবে। অ্যান্ড্রয়েড ফোনের পাশাপাশি আইফোনের অপারেটিং সিস্টেমেও এটি ব্যবহার করা যাবে বলে সূত্রের দাবি। অ্যাপের নাম দেওয়া হতে পারে ‘জীবনশক্তি-২’ বা ‘ই-রক্তকোষ’। তবে এখনও কিছু চূড়ান্ত হয়নি। রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা স্বপন সরেন বলেন, ‘‘শীঘ্রই নতুন মোবাইল অ্যাপটি চালু করা হবে। এর মাধ্যমে ব্লাড ব্যাঙ্কগুলিতে সেই সময় মজুত রক্তের পরিসংখ্যানজানা যাবে।’’

    ভোটের সময়, গ্রীষ্মে, প্রবল বর্ষায়, উৎসবের মরসুমে রক্তদান শিবিরকমে যায়। ফলে রাজ্য জুড়ে তখন রক্তের সঙ্কট দেখা দেয়। আবার বিরল গ্রুপের রক্তও সচরাচর পাওয়া যায় না। থ্যালাসেমিয়া আক্রান্তদের নিয়মিত রক্ত দিতে হয়। ব্লাড ব্যাঙ্কেপ্রয়োজনীয় রক্ত না থাকলে পরিজনদেরই রক্ত দিতে হয় বা ‘ডোনার’ খুঁজে আনতে হয়। রক্ত জোগাড়ে হিমশিম খান পরিজনেরা। ঝাড়গ্রাম ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের সম্পাদক চন্দন সৎপথীর মতে, ‘‘নতুন অ্যাপটি থেকে যদি সেই সময় মজুত রক্তেরপরিসংখ্যান পাওয়া যায়, তা হলে সঙ্কটজনক রোগীর পরিজনদের আর রক্তের জন্য ছোটাছুটি করতেহবে না।’’ রক্তদান আন্দোলনের কর্মী, শিক্ষিকা সুস্মিতা ঘোষ মণ্ডল জানালেন, স্বাস্থ্য দফতরের পুরনো অ্যাপে রিয়েল টাইম রক্ত মজুতের পরিসংখ্যান পাওয়া যেত না। ওই অ্যাপটি এখন বন্ধ। ফলে, নতুন অ্যাপ দ্রুত চালু হওয়া প্রয়োজন।

    স্বাস্থ্য দফতর সূত্রে খবর, আগে নির্দিষ্ট একটি সময়ে ব্লাড ব্যাঙ্কগুলিতে মজুত রক্তের পরিসংখ্যান ‘আপডেট’ করা হত। নতুন ব্যবস্থায় ব্লাড ব্যাঙ্কে রক্ত মজুত হওয়ার সঙ্গে সঙ্গে অনলাইনে ‘আপডেট’ করা হবে।ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত দেওয়া হলে সেটাও তখনই অ্যাপে উঠবে। ফলে প্রতি মুহূর্তে মজুত রক্তের পরিসংখ্যান জানা যাবে।

  • Link to this news (আনন্দবাজার)