স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের হরিহরপাড়া থানার লোচনমাটি গ্রামে রাস্তার ধারে আমবাগান থেকে এক মহিলার ঝুলন্ত দেহ দেখতে পান স্থানীয়েরা। স্থানীয় বাসিন্দদের অনুমান, তাঁকে খুন করে কেউ আমবাগানে ফেলে রেখে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত মহিলার নাম শরিফা বিবি। বাড়ি ইমামনগরে। প্রায় সাত বছর আগে শঙ্করপুর এলাকায় তাঁর বিয়ে হয়। স্বামীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক নিয়ে অশান্তির জেরে বাপের বাড়িতেই থাকছিলেন শরিফা। বুধবার শ্বশুরবাড়ি ফিরে আসেন। তার পরই তাঁর অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য বাড়ছে।
শরিফার পরিবারের অভিযোগ, স্বামী-সহ শ্বশুরবাড়ির লোকজন শরিফাকে দীর্ঘদিন ধরে খুনের হুমকি দিতেন। বুধবার শ্বাসরোধ করে খুন করে আমবাগানে ফেলে রেখে গিয়েছেন। ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে পুলিশ একটি ওড়না উদ্ধার করেছে। অনুমান করা হচ্ছে, ওড়না দিয়েই তাঁকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে। তবে আত্মহত্যা কি না সে দিকটাও খতিয়ে দেখছে পুলিশ।
মৃতার এক আত্মীয় ফারজানা বিবির অভিযোগ,জামাইয়ের একটি অন্য মহিলার সঙ্গে সম্পর্ক ছিল। যা নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে দীর্ঘ কয়েক বছর ধরে অশান্তি চলছিল। বেশ কয়েক বার গ্রামে বিষয়টি নিয়ে সালিশি সভাও বসে। পথের কাঁটা সরাতে শরিফাকে খুন করা হয়েছে। মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত সুপার মজিদ ইকবাল জানিয়েছেন, এক মহিলার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। পরিবারের অভিযোগ, শ্বাসরোধ করে খুন করেছেন স্বামী। তবে শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।