• খাস কলকাতায় চালককে মারধর করে ট্রাক ছিনতাই! মালিকানা নিয়ে বিবাদের জের, তদন্তে লালবাজার
    আনন্দবাজার | ০৭ নভেম্বর ২০২৪
  • খাস কলকাতায় চালককে মেরে ট্রাক ছিনতাই করল এক দল দুষ্কৃতী। বুধবার গভীর রাতে মানিকতলার কাছে কাঁকুড়গাছি মেন রোডে ঘটনাটি ঘটে। এই ঘটনায় তদন্ত শুরু করেছে লালবাজার। ইতিমধ্যেই মুর্শিদাবাদের ইসলামপুর থানা এলাকা থেকে ট্রাকটিকে উদ্ধার করা হয়েছে। এই ঘটনার নেপথ্যে কে বা কারা যুক্ত, তা খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ সূত্রে খবর, বকেয়া টাকা নিয়ে ট্রাকের পুরনো মালিকের সঙ্গে নতুন মালিকের বিবাদের জেরেই এই ঘটনা।

    বুধবার গভীর রাতে মারধর এবং ট্রাক ছিনতাইয়ের অভিযোগ করেন চালক। অভিযোগ মোতাবেক, ট্রাকে থাকা পণ্য এক জায়গায় খালি করে রাত ২টো নাগাদ মানিকতলা মেন রোড ধরে স্ট্র্যান্ড রোডে নিজের বাড়ির দিকে যাচ্ছিলেন চালক। হঠাৎই একটি ছোট চার চাকার গাড়ি রাস্তার মাঝখানে এসে দাঁড়ায়। গাড়িতে মোট পাঁচ জন ছিলেন। তাঁদের মধ্যে চার জন ট্রাকে উঠে চালককে মারধর করেন বলে অভিযোগ। তার পর চালককে নামিয়ে দিয়ে ট্রাক নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

    পুলিশ জানিয়েছে, ট্রাকটিতে জিপিএস ছিল। সেটি দেখেই মুর্শিদাবাদ থেকে ট্রাকটিকে উদ্ধার করা হয়। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ট্রাকের বর্তমান মালিক এখনও পুরো টাকা পুরনো মালিককে দেননি। সেই রাগেই এই কাণ্ড ঘটান ট্রাকটির পুরনো মালিক।

  • Link to this news (আনন্দবাজার)