কিন্তু, ঠাকুর দেখতে না গিয়ে তরুণীকে বাইকে চাপিয়ে একটি বাড়িতে নিয়ে গিয়ে বেহুঁশ করে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। তরুণীর পরিচিত যুবক ছাড়াও আরও কয়েক জন সেখানে উপস্থিত ছিল। তরুণী গত রবিবার থানায় অভিযোগ করেন। সোমবারই দু’জনকে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার রাতে ধরা হয় আরও দু’জনকে। পুলিশ জানিয়েছে, সোমবার গ্রেফতার হওয়া দু’জনের নাম রাজীব সর্দার ও রাকেশ নস্কর। এ দিন ধরা হয় মৃন্ময় সর্দার ওরফে লাদেন ও সুব্রত দাস নামে দু’জনকে।
পুলিশ প্রাথমিক তদন্তে জেনেছে, ঘটনার দিন চার জনই উপস্থিত ছিল। তিন জন তরুণীকে ধর্ষণ করে, এক জন তাদের সাহায্য করে। পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, ধৃত মৃন্ময়ের সঙ্গেই তরুণীর সমাজমাধ্যমে আলাপ হয়েছিল। এর আগেও দেখা করেছেন তাঁরা। মৃন্ময় ও তরুণী, দু’জনেই বিবাহিত। সেই পরিচয় লুকিয়ে সমাজমাধ্যমে কথা হয়েছিল কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।