• বিহারে এত ছটপুজো হয় না, যত বাংলায় হয়:মমতা
    আজ তক | ০৭ নভেম্বর ২০২৪
  • বিহারের চেয়ে বাংলায় বেশি ছটপুজো হয় বলে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার তক্তাঘাটে ছটপুজোর অনুষ্ঠানে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী নিজের ভাষণে বাংলার পরম্পরা ও সংস্কৃতিকে তুলে ধরেন। বাংলা যে সব ধর্ম, বর্ণের মানুষের জন্য অবারিত দ্বার, সেকথা মনে করিয়ে দেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, 'রাজ্যের অনেক জায়গাতেই ছটপুজো হয়। বংলার পরম্পরা আছে, গৌরব আছে, সৌরভ আছে। এখানে সবাই সব ধর্মের উৎসবকে নিজেদের উৎসব মনে করে। আমরা নিজেদের মতো করে পালন করি। আমাদের সরকার ছটপুজোতে দু'দিন ছুটি দিয়েছে, যাতে আপনারা ভালভাবে পুজো করতে পারেন।'

    এরপরেই মমতা বলেন, 'আমরা ধর্মের বিভাজন চাই না। সব ধর্মের মানে আছে, জাতির মানে আছে। প্রতিটির নিজের নিজের অধিকার আছে। আমরা কোনও ধর্মের বিরুদ্ধে নয়, সব ধর্মকে ভালবাসি। এখন বিহারে এত ছটপুজো হয় না, যত বাংলায় হয়। এটা আপনাদের মনে রাখতে চাইবে। আজকাল কেউ কেউ বাংলায় বিভাজন করতে চায়, আমি চাই না। আমি জীবন দিতে তৈরি আছি, ভাগ করতে রাজি নয়। এটা ভারত। এই দেশের সব রাজ্যে সবাই থাকে। সব জাতের মানুষ থাকেন। সব কাস্টের মানুষ থাকেন। কেউ ছোট নয়, কেউ বড় নয়। কেউ লম্বা, কেউ বেঁটে, কেউ কালো, কেউ ফর্সা। কেউ বামুন, কেউ কায়স্থ, কেউ এসসি, কেউ এসটি। সব ধর্মের প্রতি আমাদের ভালবাসা রয়েছে, যা ভাঙতে দেব না। ভেঙে ফেলা খুব সোজা, জোড়া লাগানো খুব কঠিন। ভারতে অনেক ভাষা, সংস্কৃতি আলাদা, তবুও আমরা ভারতীয়। তাই বাংলায় এই পরম্পরা স্বাধীনতার সময় থেকে আছে, সারা জীবন থাকবে। স্বাধীনতা সংগ্রামে বাংলা সবচেয়ে বেশি লড়াই করেছে। ১৯৪৭ সালের ১৫ অগাস্ট গান্ধীজি দিল্লিতে ছিলেন না, ছিলেন বাংলার বেলেঘাটায়।' 

    বুধবার পোস্তা বাজারে জগদ্ধাত্রী পুজোর উদ্বোধনে গিয়েও পশ্চিমবঙ্গকে মিনি ইন্ডিয়া বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিন রাজ্যের বাসিন্দাদের উদ্দেশে তিনি বলেন, পশ্চিমবঙ্গে ভালভাবে থাকুন। এখানে কোনও বিভাজন নেই। সবাইকে মিশেমিশে থাকতে হবে।' ভদ্রেশ্বর ও চন্দননগরের মোট ১০টি পুজোরও ভার্চুয়ালি উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপরই তিনি এলাকাবাসীর উদ্দেশে বার্তা দেন। কোভিডের সময় পোস্তা মার্কেট তিনি খুলিয়েছিলেন তা মনে করিয়ে দিয়ে বলেন, আপনাদের দাবিমতো সব কাজ করা সম্ভব নয়। তবে যেটুকু সম্ভব আমরা করব। আগে এখানে একটা থানাও ছিল না। এখন সেটা হয়েছে। কোভিডের সময় আমরা কাজ করেছিলাম। একদিন এসেছিলাম। তখন সবাই নিজের বাড়িতেই থাকতেন। সেই সময় পোস্তাবাজার আমি খোলা করিয়েছিলাম। তখন পুলিশকে বলে মার্কেট খুলিয়েছিলাম। সেই দিন আমি তা না করলে সেদিন মার্কেটের ক্ষতি হত।'

    সেই এলাকার উন্নয়ন হয়েছে বলে দাবি করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'এখানে তিন সিটেই বিজেপি জেতে। আমি ভোটের কথা বলতে আসিনি। ওটা আপনারাই দেখে নেবেন। প্রয়োজন পড়লেই আমরা আসি। আমরা প্রতিদিন আপনাদের সঙ্গে থাকি। খবর রাখি। আমরা কাকের মতো। কোকিল মাঝে মাঝে আসে। তবে কাকের ডাক কর্কশ হলেও প্রতিদিন আসে।'
  • Link to this news (আজ তক)