• ময়নাগুড়িতে যুবককে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ, তদন্তে পুলিস
    বর্তমান | ০৭ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: এক যুবককে আত্মহত্যার প্ররোচনা দেওয়ার অভিযোগ উঠল চার ব্যক্তির বিরুদ্ধে। জলপাইগুড়ির ময়নাগুড়ির মাধবডাঙ্গা এলাকার ঘটনা। মৃত ওই যুবকের নাম সুমন (২০)। সুমনের বাবা অমল রায় আজ, বৃহস্পতিবার অভিযুক্তদের বিরুদ্ধে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিও তিনি জানিয়েছেন।

    জানা গিয়েছে, সুমনের সঙ্গে কয়েক বছর ধরে বার্নিশ এলাকার এক যুবতীর সম্পর্ক তৈরি হয়। দুই পরিবারই এই বিষয়টি জানত। কিন্তু হঠাৎই গত শনিবার থেকে সুমন খাওয়া দাওয়া বন্ধ করে দেন। ঘরে নিজেকে বন্ধও করে বলে খবর। পরবর্তীতে ছেলেকে জিজ্ঞেস করে অমল জানতে পারেন ওই যুবতীর বাড়ি থেকে তাঁকে হুমকি দেওয়া হচ্ছিল। যুবতীর পরিবারের লোকজন তাঁদের সম্পর্ক মানতে পারছিলেন না। অভিযোগ, এরপরই গত রবিবার সুমনকে তাঁর ঘরে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

    এ প্রসঙ্গে অমল বলেন, “আমার ছেলের মৃত্যুর জন্য ওই যুবতীর পরিবার দায়ি। আমি তাদের কঠোর শাস্তি চাই।”
  • Link to this news (বর্তমান)