• হাসনাবাদে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার চিকিৎসকের বাবা
    বর্তমান | ০৭ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল বৃদ্ধের বিরুদ্ধে। গতকাল, বুধবার ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার হাসনাবাদে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। অভিযুক্ত ওই বৃদ্ধের নাম পরিতোষ সরকার (৭৩)। সে এসএসকেএম হাসপাতালের এক চিকিৎসকের বাবা বলে জানা গিয়েছে। পুলিস ইতিমধ্যেই তাকে গ্রেপ্তার করেছে।

    পুলিস সূত্রে খবর, নাবালিকাটি দশম শ্রেণির ছাত্রী। বুধবার সে তার বাড়িতে একাই ছিল। জরুরি কারণে তার বাবা-মা কলকাতায় গিয়েছিলেন। অভিযোগ, এই সময়ে পরিতোষ ছাদ ডিঙিয়ে তার ঘরে প্রবেশ করে। এরপরই একা পেয়ে নাবালিকাটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। পাশাপাশি, পরিতোষ তাকে খুনের হুমকিও দেন বলে অভিযোগ উঠেছে।

    আজ, বৃহস্পতিবার নাবালিকাটির পরিবার হাসনাবাদ থানায়  লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিস পরিতোষকে গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, বৃহস্পতিবারই পরিতোষকে দশ দিনের পুলিসি হেফাতজ চেয়ে আদালতে হাজির করানো হবে। অন্যদিকে, নাবালিকাটির গোপন জবানবন্দি নেওয়ার জন্য তাকে বসিরহাট আদালতে নিয়ে যাওয়া হয়েছে।

    নাবালিকাটির মা বলেন, “এর আগেও মেয়েকে একাধিকবার উত্তপ্ত করত পরিতোষ। গতকাল একা পেয়ে পরিতোষ তাকে ধর্ষণ করেছে। অভিযোগের ভিত্তিতে পুলিস তাকে গ্রেপ্তার করেছে।”
  • Link to this news (বর্তমান)