• ফিরহাদের কুরুচিকর মন্তব্য নিয়ে সরব শুভেন্দু, রেখারা
    দৈনিক স্টেটসম্যান | ০৭ নভেম্বর ২০২৪


  • গত লোকসভা ভোটে সন্দেশখালির বিজেপি প্রার্থী রেখা পাত্রের নামে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠল রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে। এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। রেখার পাশাপাশি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও কুরুচিকর ভাষায় আক্রমণ করার অভিযোগ উঠেছে ফিরহাদের বিরুদ্ধে। বুধবার ফিরহাদের একটি ভিডিও (যার সত্যতা যাচাই করেনি দৈনিক স্টেটসম্যান) সমাজমাধ্যমে শেয়ার করে এই অভিযোগ করেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফিরহাদের বিরুদ্ধে পাল্টা আক্রমণ শানিয়েছেন রেখা পাত্র নিজেও।

    আসন্ত বিধানসভা উপনির্বাচনে হাড়োয়া কেন্দ্রের তৃণমূল প্রার্থী রবিউল ইসলামের হয়ে প্রচারে গিয়েছিলেন ফিরহাদ। সেখানেই তিনি এই রকম কুরুচিকর মন্তব্য করেছেন বলে অভিযোগ উঠেছে। প্রধানমন্ত্রীর নাম না করে তাঁকে দাড়িওয়ালা বলেও খোঁচা দিয়েছেন ফিরহাদ। ভিডিওটিতে ফিরহাদ হাকিমকে বলতে শোনা গিয়েছে, ”কয়েকদিন আগে এখানে একজন দাড়িওয়ালা এসেছিলেন। আরে নামটা বলুন না দাড়িওয়ালার। নামটা হল নরেন্দ্র মোদী। আপনাদের এখানে প্রার্থী দিয়ে দিল সন্দেশখালি থেকে। সেই ভদ্রমহিলা কোথায়? এই তো হাজি নুরুলের বিরুদ্ধে কেস করেছিল। হেরে গিয়ে হেরো মাল। কয়েক লক্ষ ভোটে হেরে গেল। তারপর কেস করল। বিজেপি কেস জানে মানুষের পাশে আসতে জানে না।”

    সমাজমাধ্যমে ফিরহাদের ভিডিওটি পোস্ট করে ক্যাপশনে শুভেন্দু দাবি করেন, রেখা পাত্রকে অপমান করার কোনও অধিকার মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী ফিরহাদ হাকিমের নেই। প্রধানমন্ত্রীকে তো অনেকবারই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অপমান করেছেন। এখন তাঁর মন্ত্রিসভার সদস্যও একই কাজ করছেন।

    শুভেন্দু পোস্টটি করার পর এই ঘটনার কড়া নিন্দা করেছেন রেখা পাত্র। তিনি বলেন, ”দেশের সম্মানীয় প্রধানমন্ত্রী এবং একজন নারী হিসেবে আমাকে যে ভাষায় আক্রমণ করা হয়েছে, সেটা খুবই নিন্দনীয়। অপমান করা হয়েছে আমার মতো খেটে খাওয়া পরিবারের মেয়েদের।” পাশাপাশি রেখার অভিযোগ, তাঁর সম্প্রদায় নিয়েও আক্রমণ করা হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)