ছুটি চাইছেন কর্মচারী, বসের কাছে ইমেল করেছেন। তাতে শুধু লেখা, '৮ নভেম্বর ছুটিতে থাকছি। বাই।' ছুটির এই ইমেল রীতিমতো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। সিদ্ধার্থ শাহ নামে এক ব্যাক্তি ইমেল–এর স্ক্রিনশট সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে লিখেছেন,'যে ভাবে আমার জেন জি টিম নিজেদের ছুটি মঞ্জুর করায়।' বেশি ভনিতা না করে একেবারে সরাসরি মূল বক্তব্য সামান্য কথায় তুলে ধরেছেন ওই কর্মচারী। সোশ্যাল মিডিয়ায় এই ইমেল–এর স্ক্রিনশট পোস্ট হতেই প্রচুর লাইক ও রিচ পেয়েছে। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল অনুমতির কোনও প্রয়োজন ওই কর্মচারী মনে করেননি। উনি শুধু জানিয়েছেন যে উনি ছুটি নিচ্ছেন। এই স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর কাজের জায়গায় কমিউনিকেশন কেমন হওয়া উচিত, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কর্মীদের বসের কাছে ছুটি চাওয়া উচিত নাকি কেবল জানালেই কাজ হবে, তা নিয়েও প্রশ্ন উঠেছে।
এদিকে জেন জি কর্মচারীর এই কাণ্ড দেখে হতবাক হয়ে গিয়েছেন নেটিজেনরা। বসকে এ ভাবে বাই বলায় ঔদ্ধত্য প্রকাশ পেয়েছে বলেই মনে করছেন কেউ কেউ। পোস্টেই অনেকে নিজের মতামত জানিয়েছেন। যেমন এক ব্যবহারকারী লিখেছেন, 'আমি ম্যানেজারকে এই মেসেজ পাঠালে তিনি আমার ব্যবহার নিয়ে আলোচনার জন্য এইচআর-এর সঙ্গে মিটিং শিডিউল করতেন।' অন্য একজন আবার লিখেছেন, 'এটিকে স্বাভাবিক করুন। কর্মচারীদের ছুটি নেওয়ার জন্য কারণ দিতে হবে না। এটা তাদের অধিকার।' তৃতীয় ব্যবহারকারীর মন্তব্য করেছেন,'আমার জেন জি টিমের একজন সদস্য হঠাৎ করেই ১ সপ্তাহের জন্য ছুটি ঘোষণা করেন। এটা প্রজেক্টের জন্য খুব গুরুত্বপূর্ণ সময় ছিল। তাই আমি আটকানোর চেষ্টা করি। কিন্তু সে পাত্তাই দেয়নি।'