মূলত চা-বাগান এলাকাগুলিতে চিতা বাঘের আনাগোনা লেগেই থাকে। আর এদিন বড় আকারের একটি বাঘ দেখতে পেয়ে ভয়ে ভীত হয়ে পড়েছেন এলাকাবাসী। বাঘের পায়ের ছাপও এলাকায় দেখতে পাওয়া গিয়েছে। খবর পেয়েই ঘটনাস্থলে আসেন মালবাজার বন্যপ্রাণ শাখার কর্মীরা। মালবাজার বন্যপ্রাণ শাখা সূত্রে জানা গিয়েছে, এটি বড় আকারের একটি চিতা বাঘ!
ইতিমধ্যেই বন্যপ্রাণ বিভাগের উদ্যোগে এলাকায় নজরদারি শুরু করা হয়েছে। পাশাপাশি বাঘের পায়ের ছাপ সংগ্রহ করা হয়েছে। শঙ্খিনী চা-বাগানের যুবক অভিষেক মুন্ডা জানিয়েছেন, বড় আকারের একটি বাঘ দেখা গিয়েছে। এলাকার বাসিন্দাদের তাই সতর্ক করা হয়েছে।
অন্য দিকে, গত ২ নভেম্বরে মেটেলি ব্লকের বড় দিঘি চা-বাগানের তারে আটকে যায় একটি চিতাবাঘ। পরে বনকর্মীরা ঘুমপাড়ানি গুলি করে চিতাবাঘকে উদ্ধার করে। এই নিয়ে পরিবেশপ্রেমীরা সরব হয়েছিলেন। অবশেষে আজ চা-বাগানে লাগানো ওই তার খোলার কাজ শুরু করলেন বড় দিঘি চা-বাগান কর্তৃপক্ষ। খুশি পরিবেশপ্রেমীরা।