বিসর্জনের দিন পুড়ে যায় দেবীর শাড়ি ও চুল, ভুল শুধরে ‘অকাল বোধন’ পূর্বস্থলীতে
প্রতিদিন | ০৭ নভেম্বর ২০২৪
অভিষেক চৌধুরী, কালনা: দ্বাদশীর দিন বিসর্জনের সময় আগুনের ফুলকিতে অকস্মাৎ পুড়ে গিয়েছিল দেবীর চুল ও শাড়ির কিছু অংশ। এই ঘটনায় ভেঙে পড়েছিলেন পুজো কমিটির সদস্যরা। মনখারাপ ছিল গোটা গ্রামেরই। আর সেই খারাপ লাগা থেকে নিজেদের ভুল শুধরে বৃহস্পতিবার ফের দুর্গাপুজোর আয়োজন করলেন পূর্বস্থলীর ঘূর্ণি গ্রামের বাসিন্দারা। তবে এবারের পুজো শেষ হবে একদিনেই। এমনটাই জানিয়েছেন ক্লাব কর্তারা।
দীর্ঘদিন ধরেই পুজোর আয়োজন করে আসছে ঘূর্ণি সর্বজনীন দুর্গাপুজো কমিটি। এবারও দুর্গাপুজোর সময় তিথি মেনেই ধুমধাম করে পুজো হয়। তবে দ্বাদশীর দিন বির্সজনের সময় ঘটে যায় বিপত্তি। হঠাৎই দেবীমূর্তির শাড়ি ও চুলে আগুন ধরে যায়। আর সেই সময় থেকেই চলতি বছরে ফের পুজো করা যায় কি না ভাবতে থাকেন তাঁরা। সেই মোতাবেক বৃহস্পতিবার মায়ের ‘অকাল বোধনে’র পুজো। এক দিনেই ষষ্ঠী থেকে দশমীর পুজো করা হচ্ছে। মানা হচ্ছে সমস্ত নিয়ম। বলি থেকে ভোগ বাদ যাচ্ছে না কিছুই।
পুজো কমিটির সম্পাদক গৌতম ভট্টাচার্য বলেন, “দেবীকে সন্তুষ্ট করতে পণ্ডিত ও পুরোহিতদের পরামর্শে নতুন করে প্রতিমা তৈরি করে এক দিনের জন্য দেবী দুর্গার আরাধনা করা হচ্ছে। দেবী খুবই জাগ্রত। ভক্তিভরে তাঁকে ডাকলে তিনি মনস্কামনা পূরণ করেন।”