হাড়োয়া বিধানসভা উপনির্বাচনের প্রচারে গিয়ে রেখা পাত্রকে ‘মাল’ বলে সম্মোধন করায় রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে তীব্র আক্রমণ করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার বিকেলে মেদিনীপুরে এক সাংবাদিক বৈঠকে তিনি বলেন, পুলিশ যদি এর পরেও তৎপর না হয় সন্দেশখালির তপশিলি মহিলাদের নিয়ে পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আদালতে যাব। গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখুন, বাংলার মেয়ের নামে ভোট চেয়েছিল।
এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দুবাবু বলেন, ‘মহিলারা দেখুক, মহিলারা বুঝুক। মহিলারা ভাতা, ভিক্ষা, ভর্তুকির কাছে আত্মসমর্পণ করবেন না কি আরজি করে ডাক্তার বোনের সঙ্গে ঘটা ঘটনার একটা হিসাব নেবেন সেটা মহিলারা ঠিক করুন। তপশিলি জাতিভুক্ত মৎস্যজীবী সম্প্রদায়ের একজন পুণ্ড্রক্ষত্রিয় মহিলা তাঁকে বলছে মাল! এটা তো ওদের অভ্যাসেই আছে, গনিমতের মাল বলে মহিলাদের। এই ক্যারেক্টারের লোক তো এরা। ফিরহাদ হাকিমদের ক্যারেক্টার তো এইটাই।'
পুলিশ যদি এর পরেও তৎপর না হয় সন্দেশখালির তপশিলি মহিলাদের নিয়ে পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে আদালতে যাব। গোটা পশ্চিমবঙ্গের মানুষ দেখুন, বাংলার মেয়ের নামে ভোট চেয়েছিল। আজকে কাদের তাঁরা চেয়ারে বসিয়েছেন যারা একজন গৃহবধূকে, একজন মাতৃসমা নারীকে মাল বলে সম্মোধন করেন।’
শুভেন্দুবাবুর প্রশ্ন, ‘যদি রেখা পাত্র বসিরহাটের হেরো ওইটা হয়ে থাকে তাহলে নন্দীগ্রামের হেরো কী? আমরা এসব ভাষা বলতে পারব না। ফিরহাদ হাকিমদের মাইন্ডসেটটাই এরকম।’