পুলিশ মামলা দায়ের করলে মেসেজ পাবেন অভিযোগকারী, নয়া ব্যবস্থা চালু করল লালবাজার
হিন্দুস্তান টাইমস | ০৭ নভেম্বর ২০২৪
কলকাতা হাইকোর্ট হোক বা নিম্ন আদালত পুলিশ যদি কোনও মামলা দায়ের করে তবে এবার থেকে সেটার বার্তা মোবাইলে জানতে পারবেন অভিযোগকারী। অর্থাৎ যাঁর অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয়েছে। পুলিশ মামলা দায়ের করলে তার সরাসরি মেসেজ যাবে অভিযোগকারীর কাছে। মামলা কবে দায়ের হয়েছে, মামলার নম্বর–সহ যাবতীয় তথ্য মিলবে ওই মেসেজে। আর সংশ্লিষ্ট মামলার তদন্তে কোনও অগ্রগতি হলে সেটাও মেসেজের মাধ্যমে জানতে পারবেন অভিযোগকারী। এমনকী মামলা সংক্রান্ত বিস্তারিত তথ্যের মেসেজ যাবে তদন্তকারী অফিসারের মোবাইলেও। কলকাতা পুলিশের পক্ষ থেকে একাধিক থানায় এই ব্যবস্থা চালু হয়েছে।
এই মেসেজ আদালত থেকে অভিযোগকারী পাবেন না। যদি পুলিশের মাধ্যমে কোনও মামলা দায়ের হয় তার মেসেজ পাবেন অভিযোগকারী। যিনি থানায় গিয়ে অপরপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করছেন এবং সেই অভিযোগের ভিত্তিতে আদালতে পুলিশ যে মামলা দায়ের করছে তার মেসেজ মিলবে। পুলিশ সেই মেসেজ পাঠাবে। এই ব্যবস্থা চালু হওয়ায় অভিযোগকারী মামলা দায়ের হওয়ার খবর জানতে পারবেন। তদন্তের অগ্রগতি নিয়ে খবর পাবেন। যদিও মামলা দায়ের করার পরে এফআইআর–এর কপি আগের মতোই থানা থেকে নিতে হবে।
লালবাজার সূত্রে খবর, অভিযোগকারী মামলা সম্পর্কে তথ্য না পেলে বারবার থানায় বা আদালতে ছুটতে থাকেন। বিস্তর হ্যাঁপা সহ্য করতে হয়। এবার কলকাতা পুলিশ চালু করেছে ‘ক্রাইম অ্যান্ড ক্রিমিনাল ট্র্যাকিং নেটওয়ার্ক অ্যান্ড সিস্টেম’ প্রকল্প। আর তার জেরে এখন বাড়িতে বসেই মেসেজ মিলবে। অভিযোগকারী সব জানতে পারবেন। তবে কোন থানায়, কী মামলা দায়ের হচ্ছে সেটার বিস্তারিত তথ্য আপলোড করতে হয় থানাগুলিকে। তারপরই ওই মামলার বিস্তারিত তথ্য পৌঁছে যাবে অভিযোগকারীর কাছে। তাই অভিযোগ করার সময় অভিযোগকারীর মোবাইল নম্বর এবং ইমেল নেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, এমন অনেক গুরুত্বপূর্ণ অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের হয় আদালতে যা জানা অভিযোগকারীর প্রয়োজন। কিন্তু তা জানতে না পারার জন্য থানা থেকে শুরু করে আদালতে চক্কর কাটতে হয়। আবার তারিখ ভুলে যাওয়ার জেরে অনেক মামলা ক্ষতিগ্রস্ত হয়। তাই অভিযোগকারী এবং তদন্তকারী অফিসার দু’জনেই বিস্তারিত তথ্য দেওয়া মেসেজ পাবেন। ওই মামলার কোনও নথি বা বস্তু ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হলে তার খবরও থাকবে ওই মেসেজে।