• অভিষেকের জন্মদিনে বাঁধভাঙা উন্মাদনার সাক্ষী শহর কলকাতা
    দৈনিক স্টেটসম্যান | ০৮ নভেম্বর ২০২৪
  • ‘আকাশে বাতাসে পজিটিভ এনার্জি, নামটা অভিষেক ব্যানার্জী’, অভিষেক বন্দোপাধ্যায়ের জন্মদিনে এমনই স্লোগান দিয়েছে তৃণমূল কংগ্রেস। পরনে কালো টি-শার্ট এবং নীল জিন্স, চোখে কালো চশমা, জন্মদিনের বিকেলে একেবারে ‘নতুন লুক’-এ রাজপথে নামলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দোপাধ্যায়। বৃহস্পতিবার ৩৮-এ পদার্পণ করলেন তৃণমূল সেনাপতি। চোখের অস্ত্রোপচার সেরে কলকাতায় ফেরার পর এই প্রথম রাস্তায় নেমে জনসংযোগে যোগ দিলেন অভিষেক।

    এদিন দুপুর থেকেই সাজো-সাজো রব কালীঘাটে অভিষেকের বাসভবন চত্বরে। দুপুর গড়াতেই উপচে পড়া ভিড় প্রত্যক্ষ করা যায় তাঁর বাড়িকে কেন্দ্র করে। প্রতিবারের মতো এবারও জন্মদিনের বিকেলে নিজ বাড়ির বাইরে একেবারে পথে নেমে আসেন অভিষেক। শতসহস্র অভিষেক-অনুগামী, শুভাকাঙ্ক্ষীদের কণ্ঠস্বরে মুখরিত হয়ে ওঠে ওই এলাকা। অনুগামীদের কারো হাতে ‘অধিনায়ক অভিষেক’ লিখিত হলুদ প্ল্যাকার্ড, কারো হাতে দলীয় পতাকা, কারো হাতে ফুলের তোড়া থেকে অভিষেকের বাঁধানো ছবি, আবার কারও হাতে ‘শুভ জন্মদিন সেনাপতি’ লিখিত বড়ো ব্যানার। কেউ যুবরাজের জন্য এনেছেন বিশেষ উপহার, কেউ বা তাঁকে উদ্দেশ্য করে ছুঁড়ে দিচ্ছেন ফুল, আবার কেউ অভিষেকের দিকে বাড়িয়ে দিচ্ছেন কেক। স্বভাবসিদ্ধ ভঙ্গিতে অভিষেকও প্রতিবার্তা দিয়েছেন তাঁর অনুগামীদের। কখনও হাত নাড়িয়েছেন, আবার কখনও জনসাধারণকে নতমস্তকে প্রণাম জানিয়েছেন। তাঁর দিকে বাড়িয়ে দেওয়া উপহারগুলি একে একে গ্রহণ করেছেন যুবরাজ। এখানেই শেষে নয়, অনুগামীদের আনা কেকও কেটেছেন তিনি। পাশাপাশি সমর্থকদের অনেককেই অভিষেকের সঙ্গে নিজস্বী তুলতে দেখা যায়। এমনকি অভিষেক তাঁর সমর্থকের বুকে দিচ্ছেন অটোগ্রাফ, সেই ছবিও ক্যামেরাবন্দি হয়েছে এদিন। এক কথায়, হতাশ মনে ফিরতে হয়নি তাঁর শুভাকাঙ্খীদের। এদিন রাজপথের জনসমুদ্র ছিল কেবল অভিষেকের নামেই।

    উল্লেখ্য, সেনাপতির কালীঘাটের বাড়ির বাইরে কেবল সমর্থক নন, উপস্থিত ছিলেন একাধিক নেতা, বিধায়ক, সাংসদও। এদিন ‘লড়াই করে বাঁচতে চাই’ লিখিত বিশেষ কেক কেটে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কিছুটা সময় অতিবাহিত করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, এদিন সকাল থেকেই অগণিত শুভেচ্ছাবার্তা পেয়েছেন অভিষেক। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এক্স হ্যান্ডেলে নির্দিষ্ট চিত্র পোস্ট করে লিখেছে, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাই জন্মদিনের অনেক শুভেচ্ছা! জন্মদিনে অনুরাগীদের আবেগে ভাসলেন জননেতা। অজস্র মানুষের শুভেচ্ছা, দোয়া আর অভিবাদন গ্রহণ করেছেন তিনি। দলীয় সৈনিক থেকে সাধারণ মানুষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ঘিরে বাঁধভাঙা উন্মাদনার সাক্ষী রইল বৃহস্পতির শহর কলকাতা।’

    বর্তমানে অস্ত্রোপচার-পরবর্তী নির্দেশিকা অনুসরণ করছেন অভিষেক। এই কঠিন রুটিনের মধ্যেও তিনি বেরিয়ে এসেছেন বাড়ির বাইরে, সময় কাটিয়েছেন অগণিত অনুগামীদের সঙ্গে। যুবরাজের জন্মদিন উপলক্ষ্যে এদিন বহু দলীয় নেতারা পুজো দেন মন্দিরে-মন্দিরে। যেমন কঙ্কালীতলা মন্দিরে পুজো দেন বীরভূমের জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, কোচবিহারের মদনমোহন মন্দিরে পুজো দেন জেলা যুব সভাপতি কমলেশ অধিকারী ও যুব কর্মীরা। অন্যদিকে, ঝাড়গ্রামের সাবিত্রী মন্দিরে পুজো দিল ‘খেলা হবে’ টিম।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)