ঘটনাটি ঠিক কী? তখন লোকসভা ভোট চলছে। গত বছরে রাজ্য়ের একাধিক জেলায় গিয়ে সাংগঠনিক বৈঠক করেছিলেন অভিষেক। তাঁর স্পষ্ট বার্তা ছিল, পারফরম্যান্সই শেষ কথা। দলের নেতা-কর্মীর ভালো কাজ করলে যেমন প্রশংসা করা হবে, তেমন খারাপ কাজে ব্যবস্থা নেওয়া হবে। বস্তুত একুশের জুলাইয়ে মঞ্চে একই বার্তা দেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদকের। সেইমতোই এবার পদক্ষেপ করলেন তিনি।
পুজোর সময় থেকে দেশের বাইরে ছিলেন অভিষেক। চোখের চিকিত্সার জন্য গিয়েছিলেন আমেরিকায়। সূত্রের খবর, বিদেশে যাওয়ার লোকসভা ভোটের ফল পুরসভাভিত্তিক রিপোর্ট দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজে পাঠিয়ে রেখেছিলেন তিনি। স্রেফ পুরসভা নয়, জেলা সভাপতি পদে রদবদলের তালিকাও পাঠিয়েছেন তিনি। সেক্ষেত্রে বেশ কয়েকটি জেলায় তৃণমূলের জেলা সভাপতি পদেও রদবদল হতে পারে বলে খবর।
এদিকে বীরভূমে কি অস্বস্তি বাড়ল অনুব্রত? কোর কমিটিতেই আস্থা রাখলেন অভিষেক। তাঁর মতে, 'লোকসভা ভোটে কোর কমিটি পারফর্ম করেছে। দুটি সিটেই লিড বেড়েছে। কোর কমিটি থাকা উচিত'।
ঘটনাটি ঠিক কী? গোরু পাচার মামলায় অনুব্রত তখন জেলে। লোকসভা ভোটের মুখে বীরভূমে বিধানসভাকেন্দ্র ভিত্তিক ৫ সদস্য়ের নয়া কোর কমিটি তৈরি করে দেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গোরু পাচার মামলায় জামিন পেয়ে জেলায় ফেরার পর থেকে সেই কোর কমিটির সঙ্গে অনুব্রতের সংঘাত বারবারই প্রকাশ্যে চলে এসেছে।