মেডিক্যাল পরীক্ষায় লাইভস্ট্রিমিং, ৩ দিনে CCTV ফুটেজ না দিলে রেজাল্ট আটকে যাবে!
হিন্দুস্তান টাইমস | ০৮ নভেম্বর ২০২৪
মেডিক্যাল পড়ুয়াদের পরীক্ষার লাইভস্ট্রিমিংয়ের সিদ্ধান্ত নেওয়া হল। আর পুরোটা কেন্দ্রীয়ভাবে সম্প্রচারিত হবে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে। দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা সেই সরাসরি সম্প্রচারের উপরে নজর রাখবেন বলে জানানো হয়েছে। শুধু তাই নয়, রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে, তাতে স্পষ্টভাবে জানানো হয়েছে যে পরীক্ষার সময় প্রতিটি কেন্দ্রে সিসিটিভি থাকবে। পরীক্ষার সময় প্রতিটি মুহূর্ত সিসিটিভি ফুটেজে ধরা পড়বে। যা নির্দিষ্ট সময়ের মধ্যে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ে পাঠাতে হবে। নাহলে সংশ্লিষ্ট মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের ফলাফল প্রকাশ করা হবে না বলেও রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের তরফে স্পষ্টভাবে জানানো হয়।
আর সেই কড়া পদক্ষেপের সিদ্ধান্ত নেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির পরে। আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার পরে জুনিয়র ডাক্তারদের পরীক্ষায় একের পর এক অভিযোগ সামনে আসতে থাকে। প্রশ্নপত্র ফাঁস, দেদার টুকলি, বিরোধিতা করলেই নম্বর কমিয়ে দেওয়ার মতো ঘটনা ঘটে আসছে বলে অভিযোগ ওঠে।
সেই পরিস্থিতিতে নবান্নে যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের বৈঠক হয়, তখনও সেই বিষয়টি উঠে আসে। মুখ্যমন্ত্রী আশ্বাস দেন, এমন পদক্ষেপ করা হবে যে পরীক্ষাকেন্দ্রে কেউ ঘাড় ঘোরাতে পারবেন না। তারপরই বিভিন্ন মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষদের সঙ্গে বৈঠক হয় রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের আধিকারিকদের। তাতেই সিদ্ধান্ত হয়েছে যে মেডিক্যাল কলেজের পরীক্ষার লাইভস্ট্রিমিং করা হবে। প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি থাকবে।
রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকায় বলা হয়েছে, ‘প্রতিদিন যতক্ষণ পরীক্ষা চলবে, ততক্ষণের সিসিটিভি ফুটেজ পাঠাতে পারে বিশ্ববিদ্যালয়ের কাছে। প্রতিদিনের সিসিটিভি ফুটেজ আলাদা-আলাদা ফোল্ডারে থাকবে। পরীক্ষা প্রক্রিয়া শেষ হওয়ার তিনদিনের মধ্যে উপযুক্ত মাধ্যমে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে সেটা পাঠাতে হবে। সেই কাজটা করতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কলেজের ফলপ্রকাশ আটকে যাবে।’
সেইসঙ্গে রাজ্য স্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের নির্দেশিকায় বলা হয়েছে, ‘প্রতিটি মেডিক্যাল কলেজকে বাধ্যতামূলকভাবে এক বছর প্রতিটি পরীক্ষার সিসিটিভি ফুটেজ সংরক্ষণ করে রাখতে হবে। বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার কেন্দ্রীয়ভাবে লাইভস্ট্রিমিংয়ের জন্য পদক্ষেপ করা হয়। যা শুধুমাত্র বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে দেখা যাবে।’
১) সিসিটিভির নজরদারিতে পরীক্ষার প্রশ্নপত্র ছাপাতে হবে।
২) পরীক্ষার দিন যখন প্রশ্নপত্র খোলা হবে, সেটা সিসিটিভির নজরদারিতে থাকবে।