• ঝাড়খণ্ড ও মেদিনীপুরে ভোটের জন্য ঝাড়গ্রামে কঠোর নিরাপত্তা পুলিসের
    বর্তমান | ০৮ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, ঝাড়গ্রাম: ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন ও পড়শি জেলা মেদিনীপুরে বিধানসভা উপনির্বাচনের জন্য ঝাড়গ্রামের সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা আঁটোসাঁটো করল জেলা পুলিস। ঝাড়খণ্ড ও মেদিনীপুর সীমানার সমস্ত থানাকে বিশেষ সতর্কবার্তা দেওয়া হয়েছে। সেইসঙ্গে ঝাড়গ্রামের প্রত্যন্ত জঙ্গলে ঘেরা সীমানায় নাকা চেকিং অব্যাহত রাখা হয়েছে। ঝাড়গ্রামের অতিরিক্ত পুলিস সুপার(অপারেশন) গোলাম সারোয়ার এখবর জানান।

    তিনি বলেন, আমাদের জেলার সীমানা এলাকার সমস্ত থানাকে বিশেষ নির্দেশ দেওয়া হয়েছে। ঝাড়খণ্ডে যেহেতু বিধানসভা নির্বাচন রয়েছে, তাই আন্তঃরাজ্য সীমানায় সবসময় নাকা চেকিং চলছে।

    এবার ঝাড়খণ্ড রাজ্যে দু’টি ধাপে বিধানসভা ভোট হবে। ১৩ই নভেম্বর ৪৩টি ও ২০ নভেম্বর ৩৮টি বিধানসভা কেন্দ্রে ভোট রয়েছে। পশ্চিমবঙ্গে ছয়টি বিধানসভার উপনির্বাচনের মধ্যে মেদিনীপুর কেন্দ্রের উপনির্বাচন হবে ১৩ নভেম্বর। এই ভোটপর্বে যাতে ঝাড়খণ্ড লাগোয়া জামবনী, বেলপাহাড়ী ও মেদিনীপুর লাগোয়া লালগড়ে কোনও অশান্তির বাতাবরণ তৈরি না হয়-সেদিকে পুলিস কড়া নজর রেখেছে।

    এর আগে ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় মাওবাদীদের গতিবিধি ধরা পড়লেও এরাজ্যের জঙ্গলমহলে শান্তি প্রতিষ্ঠিত রয়েছে। ঝাড়গ্রাম জেলার প্রান্তিক  নয়াগ্রাম ও বিনপুর-২ ব্লকের বেশ খানিকটা এলাকা ওড়িশা ও ঝাড়খণ্ড রাজ্য ঘেঁষে রয়েছে। ঝাড়গ্রামের সঙ্গে ওড়িশার ২৭ কিলোমিটার ও ঝাড়খণ্ডের ১২৮ কিলোমিটার সীমান্ত রয়েছে। জামবনীর ও বেলপাহাড়ীর কিছু গ্রামের মানুষ নানা কাজে ঝাড়খণ্ড যাতায়াত করেন। সারাবছরই এই এলাকায় পুলিসি নজরদারি ও নাকা চেকিং চলে।

    গত বিধানসভা, পঞ্চায়েত ও লোকসভা নির্বাচনে ঝাড়গ্রামে সবচেয়ে শান্তিপূর্ণ ভোট হয়েছে। এবার মেদিনীপুরে বিধানসভা উপনির্বাচন রয়েছে। এরাজ্যে ১৩ নভেম্বর ভোট শেষ হলেও ঝাড়খণ্ডে ২০ নভেম্বর দ্বিতীয় দফার ভোট। ২৩ নভেম্বর ভোটগণনা। সেদিন অবধি ঝাড়গ্রাম জেলার সীমানা লাগোয়া বিভিন্ন এলাকায় পুলিসের বাড়তি নজরদারি থাকবে।
  • Link to this news (বর্তমান)