সংবাদদাতা, জঙ্গিপুর: রাজ্যস্তরে ডিসকাস থ্রো প্রতিযোগিতায় চমকপ্রদ ফল করে জাতীয়স্তরে খেলার যোগ্যতা অর্জন করে নিয়েছে সামশেরগঞ্জের আব্দুল রাজ্জাক। সম্প্রতি ব্যারাকপুরে অনুষ্ঠিত ডিসকাস থ্রো প্রতিযোগিতায় দ্বিতীয় এবং শট পুটে তৃতীয় স্থান অধিকার করেছেন রাজ্জাক। স্থানীয় কাঞ্চনতলা জেডিজে ইনস্টিটিউশনের দ্বাদশ শ্রেণির ছাত্র রাজ্জাক। স্কুলের নাম উজ্জ্বল করায় বৃহস্পতিবার তাঁকে স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। ইনস্টিটিউশনের প্রধানশিক্ষক আব্দুল হাই মাসুদ রহমান, স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি সামিম আক্তার মির্জা সহ অন্যান্য শিক্ষক-শিক্ষিকা এবং গুণীজনরা উপস্থিত ছিলেন। আর্থিক অনটন যাতে তাঁর খেলাধুলায় প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে তারজন্য আগামীতে সার্বিকভাবে তার পাশে থাকার বার্তা দেয় স্কুল কর্তৃপক্ষ।
স্কুলের প্রধানশিক্ষক আবদুল হাই সাহেব বলেন, পড়াশোনার পাশাপাশি ও খেলাধুলায় আগ্রহী। এবার জাতীয় স্তরে খেলবে। আমাদের দেশের হয়ে ও প্রতিনিধিত্ব করুক। আমরা ওর পাশে থাকবো।
জানা গিয়েছে, ধুলিয়ান পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের হিজলতলা গ্রামের বাসিন্দা আব্দুল রাজ্জাক। পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সমান পারদর্শী। বিশেষত ডিসকাস থ্রো ও শটপুটে অত্যন্ত আগ্রহী। স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ডিসকাস থ্রো ও শটপুটে সকলকে অবাক করে দেয় রাজ্জাক। তারপর জেলাতে প্রথম হয়ে রাজ্যস্তরে খেলার জায়গা করে নেয়। গত ১৯ অক্টোবর ব্যারাকপুরে ডিসকাস থ্রোতে প্রায় সাড়ে ৫১মিটার ডিসকাস ছুঁড়ে দ্বিতীয় স্থান দখল করে জাতীয় স্তরে খেলার জায়গা পাকা করে নেয় রাজ্জাক। পাশাপাশি শটপুটে প্রায় ১৫মিটার বল ছুঁড়ে তৃতীয় স্থান দখল করে নেয়। এবার জাতীয় স্তরে খেলবে রাজ্জাক। যদিও জাতীয় স্তরের প্রতিযোগিতার বিষয়ে কিছু ঘোষণা হয়নি। তবুও জাতীয় স্তরে ভালো ফল করতে এখন থেকে নিয়মিত প্রায় পাঁচ ঘণ্টা অনুশীলন করে চলেছে রাজ্জাক। রাজ্জাকের এই সাফল্যে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে এলাকাবাসী ও উচ্ছ্বসিত। বাবা আব্দুল মাজেদ মোমিন একজন ক্ষুদ্র কাষ্ঠ ব্যবসায়ী। মা রোজিনা খাতুন বাড়িতে সেলাই এর কাজ করেন। তাঁরা চাইছেন ছেলে খেলাধুলা চালিয়ে যাক। বাংলার নাম উজ্জ্বল করুক। জাতীয় স্তরে খেলতে নামার আগে অত্যন্ত উচ্ছ্বসিত রাজ্জাক। স্থানীয় মাঠে অনুশীলন শেষে রাজ্জাক বলে, আমাকে স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে বন্ধুবান্ধব উৎসাহিত করেছেন। আগে বার তিনেক জাতীয় স্তরে খেলার সুযোগ হয়েছিল। এবার পদক নিয়েই ঘরে ফিরবো, সেইমত প্রস্তুতি ও নিচ্ছি। আমার সেরাটা দেওয়ার চেষ্টা করবো। • নিজস্ব চিত্র