শিলাবতী নদী বাঁধের ভাঙনে আতঙ্কিত চন্দ্রকোণার কেশাডাল গ্রামের বাসিন্দারা
বর্তমান | ০৮ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, ঘাটাল: শিলাবতী নদীর বাঁধের ভাঙনে আতঙ্কিত চন্দ্রকোণা-২ ব্লকের ভগবন্তপুর গ্রাম পঞ্চায়েতের কেশাডাল গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীরা জানান, বর্তমানে গ্রামের প্রধান যাতায়াতের রাস্তার অধিকাংশ নদীগর্ভে চলে গিয়েছে। যেভাবে দিন দিন ভাঙন চলছে তার ফলে আগামি দিনে কী ভয়াবহ চেহারা নেবে তা ভাবলেই তাঁদের আতঙ্কে রাতের ঘুম চলে যাচ্ছে। ওই ব্লকের বিডিও উৎপল পাইক নদী ভাঙনের কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘বিষয়টি সেচ দপ্তর ও জেলা প্রশাসনের নজরে আনা হয়েছে। আশা করা যাচ্ছে এনিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।’
এই কৃষি প্রধান এলাকায় অনেক পরিবারই কৃষিকাজের উপর নির্ভরশীল। রাস্তা হারানোর ফলে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে এবং জীবনযাত্রায় দেখা দিয়েছে চরম বিপর্যয়। গ্রামবাসীরা জানান, প্রশাসন বহু বছর ধরে কোটি টাকা ব্যয়ে কাঠের পিলার দিয়ে নদীর বাঁধ মেরামতের চেষ্টা করছে। গ্রামবাসীদের মধ্যে সরোজ বারিক, চিত্তরঞ্জন মাজি, দিলীপ মাইতি প্রমুখ জানান, কিন্তু যেভাবে নদী বাঁধ ক্রমশ ভেঙে পড়ছে তাতে ওই ভাবে বাঁধ সংস্কার করলে তা রোখা সম্ভব হবে না। কংক্রিটের সমন্বয়ে স্থায়ী বাঁধ নির্মাণের মাধ্যমেই ওই বিপদ রোধ করা সম্ভব বলে তাঁদের অভিমত।
সুপরিকল্পিতভাবে বাঁধ ভাঙন রদ করার কাজ না এগানোর ফলে গ্রামের প্রায় ২০০ পরিবারের মানুষজনের মধ্যে প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। তাঁরা বলেন, অবিলম্বে কার্যকরী পদক্ষেপ গ্রহণ না করা হলে তাদের ঘরবাড়ি এবং জীবিকা সম্পূর্ণভাবে হারিয়ে যাবে।