• ১০ কেজি গয়নায় সাজবেন কৃষ্ণনগরের বিখ্যাত ‘বুড়ি মা’
    বর্তমান | ০৮ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কৃষ্ণনগর: এবার দশ কেজি গয়নায় সাজানো হবে কৃষ্ণনগরের বিখ্যাত বুড়িমাকে। টাকার অঙ্কে যার মূল্য ছ’ কোটি ছাড়িয়ে যাবে। দেবীর সজ্জায় এই বিপুল পরিমাণ গয়নার ব্যবহার এযাবত সর্বোচ্চ। ভক্তদের দেওয়া গয়নাতেই বুড়িমা সেজে ওঠেন। কপাল ভর্তি সোনার টিপ আর সারা শরীর সোনার গয়নায় মুড়ে দেওয়া হয়। শুধু তাই নয়, চলতি বছরে দু’ লক্ষের বেশি মানুষকে ভোগ বিতরণ করা হবে বলে পুজো কমিটির তরফ থেকে থেকে জানানো হয়েছে। অর্থাৎ এবছর রেকর্ড সংখ্যক মানুষ মায়ের ভোগ পেতে চলেছেন। চাষাপাড়া বারোয়ারির জাগ্রত দেবী বুড়িমার পুজোকে কেন্দ্র করে প্রতিবছর ব্যাপক উন্মাদনা থাকে কৃষ্ণনগর শহরে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। পুজোর পাশাপাশি বুড়িমার ভাসানও হয় দেখার মতো। প্রতিমা নিয়ে শোভাযাত্রায় সঙ্গী হন কয়েক হাজার মানুষ। সঙ্গে থাকে কয়েকশো ঢাকি। দেবীর দর্শন পেতে কাতারে কাতারে মানুষ জড়ো হন রাস্তার দু’ ধারে। কদমতলা ঘাটে উপচে পড়ে ভিড়। ভিড়ের কারণে বুড়িমা’র ভাসানও সবার শেষে হয়। 

    চাষাপাড়া বারোয়ারি সম্পাদক গৌতম ঘোষ বলেন, ‘আমাদের পুজো হয় সাবেকি ঘরানায়। গত বছর লাখ দেড়েক মানুষকে ভোগ বিতরণ করা হয়েছিল। এবছর দু’লক্ষ মানুষকে ভোগ বিতরণ করা হবে। যাতে মায়ের কাছে এসে কেউ ফেরত না যান সেটাই আমাদের লক্ষ্য। ৪০-৪৫ হাজার মানুষকে বসিয়ে খাওয়ানো হবে। দশ কেজি গয়নায় মাকে সাজানো হবে এবছর।

    এ বছর রবিবার ভোর সাড়ে ৫টা ৫০ থেকে সপ্তমীর পুজো শুরু হবে‌। পুষ্পাঞ্জলি হবে সকাল ৯টা ৩০ মিনিটে। ১০টা ৩০ মিনিটে অষ্টমী পুজো‌ শুরু এবং ১২টা নাগাদ পুষ্পাঞ্জলি হবে। দুপুর দেড়টা নাগাদ নবমীর পুজো, ৩টেয় বলিদান এবং বিকেল সাড়ে ৩টেয় পুষ্পাঞ্জলি হবে। সন্ধে ছ’টায় হবে সন্ধ্যারতি। সোমবার সকাল সাড়ে আটটা নাগাদ বুড়িমার দশমী পুজো হবে। 

    আড়াইশো বছরের প্রাচীন কৃষ্ণনগরের বুড়িমার পুজো নিয়ে শহরবাসীর আবেগের অন্ত নেই। পুজোর দিন মণ্ডপে পা রাখার জায়গা থাকে না। সকাল থেকে বিকেল পর্যন্ত পুজো দেওয়ার লম্বা লাইন পড়ে। ভিড় উপচে পড়ে মন্দির প্রাঙ্গণে। যা সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিস প্রশাসনকে। শোনা যায়, আগে চাষামা বলেই খ্যাত ছিলেন চাষাপাড়ার জগদ্ধাত্রী। তবে এখন সবার কাছে বুড়িমা হিসেবেই তিনি পরিচিত। যেন শহরবাসীর অভিভাবক তিনি। 

    চাষাপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী পুজোর শুরু নিয়ে নানা কাহিনি শোনা যায়। জনশ্রুতি, রাজা কৃষ্ণচন্দ্র জগদ্ধাত্রী পুজো প্রচলন করার পরেই চাষাপাড়া বারোয়ারির জগদ্ধাত্রী পুজো শুরু হয়েছিল। প্রজারাই মিলিত ভাবে এই পুজো শুরু করেন। শোনা যায়, মা জগদ্ধাত্রী রাজাকে স্বপ্নাদেশে বলেছিলেন, চাষাপাড়ার লেঠেলরাই পুজোর আয়োজন করবেন। সেই থেকেই শুরু কৃষ্ণনগরের চাষাপাড়া বারোয়ারি জগদ্ধাত্রী পুজো। ঐতিহ্যশালী এই পুজোর বয়স বাড়লেও আয়োজনে ছেদ পড়েনি, বরং প্রতিবছর পুজোর জাঁকজমক বেড়েছে।
  • Link to this news (বর্তমান)