‘রক্তবীজ’ থিমে সচেতনতার বার্তা দিচ্ছে খানাকুলের রেনেসাঁস ক্লাব
বর্তমান | ০৮ নভেম্বর ২০২৪
রামকুমার আচার্য, খানাকুল: বৃহস্পতিবার সন্ধ্যায় খানাকুলের রেনেসাঁস ক্লাবের জগদ্ধাত্রী পুজোর উদ্বোধন হয়ে গেল ধুমধাম করে। খানাকুল ফুটবল মাঠে হচ্ছে পুজো। নজরকাড়া থিম, আলোকসজ্জার ব্যবস্থা থাকছে। তৃতীয় বর্ষের পুজোয় নানা অনুষ্ঠান দর্শনার্থীদের নজর কাড়বে বলে আশা পুজো উদ্যোক্তাদের। পুজোর বাজেট প্রায় সাড়ে সাত লক্ষ টাকা। এদিন পুজোর উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন জয়রামবাটি সারদা মঠ ও মিশনের অধ্যক্ষ স্বামী শিবরূপানন্দজি মহারাজ, তারকেশ্বরের বিধায়ক রামেন্দু সিংহরায়, স্থানীয় বিডিও সহ অন্যান্যরা। উদ্যোক্তারা জানিয়েছেন, তাদের এবারের থিম ‘রক্তবীজ’। পুরাণ মতে, রক্তবীজ নামক অসুরের রক্ত মাটিতে পড়লে তার থেকে আরও অসুরের জন্ম হতো। বর্তমান সমাজের রক্তবীজ নামক অসুর একবার ব্যবহৃত প্লাস্টিক থেকে উৎপন্ন হওয়া মাইক্রো প্লাস্টিক। প্লাস্টিক নিয়ে সচেতনতার বার্তা দিতে চেয়েছেন উদ্যোক্তারা। ইউরোপের শিল্পী ভিনসেন্ট ভ্যান গগের ‘স্টারি নাইট’ ছবিটির মাধ্যমে থিমটি ফুটিয়ে তোলা হয়েছে। উদ্যোক্তারা বলেন, পৃথিবীতে প্লাস্টিকের ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রের ছোট-বড় প্রাণীর শরীরে খাবারের মধ্য দিয়ে তা ঢুকে তাদের ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। আজ নীল তিমি বিলুপ্তির মুখে। এছাড়াও এই মাইক্রো প্লাস্টিক মাছ ও জলের মাধ্যমে মানুষের শরীরে প্রবেশ করছে। থিম রূপায়ণ করেছেন দেবরাজ পাল, শুভদীপ মালিক, শুভদীপ নন্দী প্রমুখ।
পুজো কমিটির সম্পাদক রমেন প্রামাণিক বলেন, জগদ্ধাত্রী পুজোর পাশাপাশি সামাজিকভাবে নানা কাজকর্ম করাই আমাদের লক্ষ্য। বিগত বছরের মতো এবারও তার অন্যথা হচ্ছে না। এবার খানাকুলে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়। অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। যাঁদের বাড়ি একেবারে ভেঙে গিয়েছে, এমন কয়েকজন দুর্গতকে আর্থিক সাহায্য তুলে দেওয়া হচ্ছে। আমাদের সামর্থ্য মতো সেই সাহায্য দিচ্ছি। রেনেসাঁস ক্লাবের প্রধান উপদেষ্টা মণিমোহন শী বলেন, আমাদের পুজোয় তরুণ থেকে প্রবীণ সকলের অংশগ্রহণ রয়েছে। আনন্দ, ভক্তির সঙ্গে আমরা জগদ্ধাত্রী মায়ের আরাধনা করি। পুজো কমিটির সভাপতি সমীরকুমার কুণ্ডু বলেন, গত বছর আমরা বিপর্যয় মোকাবিলা দপ্তরকে উদ্ধার কার্যের জন্য বিশেষ কিট দিয়েছিলাম। এছাড়া পুলিসের ব্যবহারের জন্য টর্চ দেওয়া হয়। সম্মান জানানো হয় সমাজের বিশেষ মানুষদের। তাছাড়া আমাদের পুজোর সঙ্গে সঙ্গে মাঠে বসে মেলা। দর্শনার্থীরা একসঙ্গে সব কিছুর স্বাদ পান। পুজো কমিটির সদস্যরা বলেন, বন্যার ধাক্কা সামলে খানাকুলের বাসিন্দারা এবার জগদ্ধাত্রী আরাধনায় মেতেছেন। তাই বাসিন্দাদের মন জয়ে নজরকাড়া পুজোর মণ্ডপ যেমন হয়েছে, তারসঙ্গে থাকছে নানা অনুষ্ঠান। নামী শিল্পীরা ক্লাবের মঞ্চে অনুষ্ঠান করতে আসছেন।-নিজস্ব চিত্র