• ছটপুজোয় গঙ্গারামপুরের আশ্রমঘাটে গঙ্গারতি
    বর্তমান | ০৮ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, গঙ্গারামপুর: বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের আশ্রম ঘাটে, ছটপুজো উপলক্ষ্যে বেনারসের পণ্ডিতদের গঙ্গারতি দেখতে দর্শনার্থীদের ভিড় উপচে পড়ল। গঙ্গারামপুর শহরের মধ্যে অন্যতম ছটপুজো হয়ে আসছে আশ্রমঘাট পুনর্ভবা নদীর তীরে। ভক্তরা পুজো দিতে বিকেলে পুজোর ডালা নিয়ে নদীর ঘাটে এসে উপস্থিত হন। পুজোতে অংশগ্রহণ করেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র।

    পুরসভার টিম ও পুলিস প্রশাসন নজরদারি চালাচ্ছে। নিরাপত্তা খতিয়ে দেখতে আশ্রম ঘাট পরিদর্শন করেন জেলাশাসক বিজিন কৃষ্ণা ও পুলিস সুপার চিন্ময় মিত্তাল। ড্রোন দিয়ে নজরদারি চালানো হয়। এবারে আশ্রম ঘাটে পুজো উদ্যোক্তারা বেনারস থেকে ১১ জন পণ্ডিত এনে গঙ্গারতির ব্যবস্থা করেছেন। পুনর্ভবার ঘাটে কয়েক হাজার প্রদীপ ও মোমবাতি দিয়ে সাজিয়ে তোলা হয়।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)