• অভিষেকের জন্মদিনে দুঃস্থদের জন্য  জলখাবার বিলি বিদ্রোহী মোড়ে
    বর্তমান | ০৮ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, পুরাতন মালদহ: ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে জনসংযোগ ও খাবার বিলি করল মালদহ জেলা তৃণমূল যুব কংগ্রেস। গাজোল তৃণমূল যুব কংগ্রেসের সহযোগিতায় বৃহস্পতিবার বিদ্রোহী মোড়ে অভিষেকের জন্মদিন সাড়ম্বরে পালিত হয়।

    এদিন ৫১২ নম্বর জাতীয় সড়কের ধারে অস্থায়ী ক্যাম্প করেন তৃণমূলের নেতাকর্মীরা। সেখানে সকাল থেকে দুপুর পর্যন্ত দুঃস্থদের ঢালাও জলখাবারের ব্যবস্থা করা হয়। জলখাবারে ছিল লুচি, আলুর তরকারি। জলখাবার খেতে ভিড় উপচে পড়ে। স্থানীয় ও পথচলতি মানুষ লাইন দিয়ে খাবার খান। ওই ক্যাম্পে বসে তৃণমূল কর্মী সমর্থকরা মানুষের সঙ্গে জনসংযোগ করেন। মূলত দুঃস্থদের পাশে দাঁড়াতে এই উদ্যোগ। গাজোল ব্লক তৃণমূল যুব কংগ্রেসের কনভেনার মলয় সরকার বলেন, মানুষের সেবা মানেই ঈশ্বরের সেবা করা। বাংলার জনপ্রিয় সাংসদের জন্মদিন উপলক্ষ্যে সেটাই করা হয়েছে। এদিন বহু মানুষকে জলখাবার দেওয়া হয়। 
  • Link to this news (বর্তমান)