হাতিঘিসায় রিসর্ট কর্মীর মৃত্যুর তদন্তে ফরেন্সিক দল
বর্তমান | ০৮ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, নকশালবাড়ি: নকশালবাড়ির হাতিঘিসার বীরসিংজোতে রিসর্ট কর্মীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় বৃহস্পতিবার ঘটনাস্থলে পৌঁছল জলপাইগুড়ি থেকে ফরেন্সিকের চার সদস্যের একটি দল। এদিন সকালে তারা রিসর্টের মূল গেট মাপজোখ করেন। পাশাপাশি রক্তাক্ত মাটি সহ আশপাশ থেকে নমুনা সংগ্রহ করেন। উল্লেখ্য, বুধবার রাতে ওই রিসর্টের মূল গেটের নীচে চাপা পড়ে মৃত্যু সুরজ লামা (২২) নামে এক কর্মীর। তিনি রিসর্টে রান্নার কাজ করতেন। পুলিসের প্রাথমিক অনুমান লোহার মূল গেট বন্ধ করতে গিয়ে সেটি যুবকের উপর পড়ে যায়। এতে যুবকের মাথায় গুরুতর আঘাত লাগে। এদিকে সিসি ক্যামেরা বিকল থাকায় কী ঘটনা ঘটেছে তা নিয়ে ধন্দে পুলিস। যদিও মৃতের শ্বশুর রাহুল বিশ্বকর্মার অভিযোগ জামাইকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। পুলিস রিসর্টের মালিক ও এক কর্মীকে জিজ্ঞাসাবাদ করছে।