সংবাদদাতা, তুফানগঞ্জ: ছিনতাই হওয়া সোনার চেন উদ্ধার করল পুলিস। ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। দু’সপ্তাহ আগে বক্সিরহাট থানার পোস্ট অফিসপাড়া এলাকা থেকে এক মহিলার গলা থেকে সোনার চেন ছিনতাইয়ের ঘটনা ঘটে। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে দুই যুবককে পুলিস গ্রেপ্তার করেছে। পুলিস জানিয়েছে, ধৃতদের নাম আতোয়ার হোসেন এবং রসিদ আলি। তাদের বাড়ি ছিটবড় লাউকুঠি এবং ভানুকুমারি এলাকায়। ঘটনায় আরও কেউ জড়িত আছে কি না, বিষয়টি খতিয়ে দেখছে পুলিস।