সংবাদদাতা, শীতলকুচি: শীতলকুচি ব্লকের গোলেনাওহাটি গ্রামে জোরকদমে শুরু হয়েছে জগদ্ধাত্রী পুজোর আয়োজন। গোলেনাওহাটি স্পোর্টিং ক্লাবের উদ্যোগে পুজোর এবছর ১৮ তম বর্ষ। দুর্গা ও কালীপুজো মিটতেই জগদ্ধাত্রী পুজোর আমেজ দেখা যায় গ্রামের বাসিন্দাদের মধ্যে। আগামীকাল, শনিবার মন্দিরে পুজো অনুষ্ঠিত হবে। পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, এবছর পুজোর অনুষ্ঠানে কিছুটা কাটছাঁট করা হয়েছে। বাজেট ৫০ হাজার টাকা। পুজোতে শিশুদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।