নিজস্ব প্রতিনিধি, শিলিগুড়ি: শিলিগুড়ি জেলা হাসপাতালের সদ্যোজাতের মৃতদেহ উধাও কাণ্ড নিয়ে এবার তদন্তে নামল দার্জিলিং জেলা স্বাস্থ্যদপ্তর। বৃহস্পতিবার স্বাস্থ্যদপ্তরের তিন সদস্যের টিম হাসপাতাল পরিদর্শন করেন। টিমের সদস্যরা হাসপাতালের সুপার, নার্স, শিশু বিশেষজ্ঞ সহ ১৫ জনকে জিজ্ঞাসাবাদ করেছেন। স্বাস্থ্যদপ্তর সূত্রের খবর, ওই ঘটনা নিয়ে জেলা হাসপাতাল কর্তৃপক্ষ আগে তদন্ত করে। তারা রিপোর্ট জেলা স্বাস্থ্যদপ্তরে দাখিল করে। তা পর্যবেক্ষণ করার পর সন্তুষ্ট হয়নি স্বাস্থ্যদপ্তর। এজন্যই সদ্যোজাতের মৃতদেহ উধাও কাণ্ড নিয়ে উপ মুখ্য স্বাস্থ্য আধিকারিক-২ এর নেতৃত্বে তিনজনের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাতদিনের মধ্যে কমিটিকে রিপোর্ট পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ তুলসী প্রামাণিক বলেন, তদন্ত রিপোর্ট পাওয়ার পর যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, গত ২৭ অক্টোবর হাসপাতালের প্রসূতি বিভাগ থেকে রহস্যজনকভাবে উধাও হয়ে যায় সদ্যোজাতের মৃতদেহ।