সংবাদদাতা, ময়নাগুড়ি: পঞ্চায়েত সদস্যের বাঁশঝাড় থেকে বাঁশ কিনে ফিরতেই যুবককে বেধড়ক মারধর করে হাত ভেঙে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী বাবা ও ছেলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে কুমারপাড়া এলাকায়। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে। মারধরে জখম যুবকের স্ত্রী সুমিতা রায় বৃহস্পতিবার এবিষয়ে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে ময়নাগুড়ি থানার পুলিস। অভিযোগ, কুমারপাড়া এলাকার বাসিন্দা ক্ষিতীশ রায় পঞ্চায়েত সদস্য শর্মিলা রায়ের শ্বশুরের কাছ থেকে তিনটি বাঁশ কেনেন। তিনি বুধবার দুপরে সেই বাঁশ আনতে যান। সেই সময় প্রতিবেশী গজেন রায় ও তার ছেলে সনাতন রায় তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। মারধরে ক্ষিতীশবাবুর হাত ভেঙে যায়। তাঁকে উদ্ধার করে প্রথমে ময়নাগুড়ি হাসপাতাল ও পরে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। অভিযুক্ত সনাতন বলে, আমি কাউকে মারধর করিনি। বাবার সঙ্গে একটু ঝামেলা হয়েছিল। পঞ্চায়েত সদস্যের স্বামী সঞ্জিত রায় বলেন, ক্ষিতীশবাবু আমাদের কাছ থেকে বাঁশ কিনেছে। মারধরের ঘটনা একটা ঘটেছে।