• জলপাইগুড়িতে আক্রান্ত বর্তমান-এর চিত্র সাংবাদিক
    বর্তমান | ০৮ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, জলপাইগুড়ি: ছটের ঘাটে দুষ্কৃতী দৌরাত্ম্য। ছবি করতে গিয়ে আক্রান্ত বর্তমান-এর জলপাইগুড়ির চিত্র সাংবাদিক দিলীপ রায়। জলপাইগুড়ি শহরের সমাজপাড়ায় করলা নদীর পাড়ে ছটব্রতীদের জন্য ঘাট সাজিয়ে দিয়েছে পুরসভা। সেই ঘাটের পাশে রয়েছে অসমাপ্ত একটি সেতু। সেই সেতুতে বসেছিল মাদকাসক্তদের আসর। বৃহস্পতিবার রাতে ছটের ছবি তুলতে গেলে চড়াও হয় দুষ্কৃতীরা। চিত্র সাংবাদিককে ছবি তুলতে বাধা দেয়। মারধর করে। খবর পেয়ে যান কোতোয়ালি থানার পুলিস কর্মীরা। দুষ্কৃতীদের খোঁজ চলছে বলে পুলিস জানিয়েছে।
  • Link to this news (বর্তমান)