সংবাদদাতা, মেখলিগঞ্জ: শিলিগুড়ি জংশন-বামনহাট ডিএমইউ ট্রেনে হাত কাটা গেল এক ব্যক্তির। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা রেল স্টেশনের কাছে। পুলিস জানিয়েছে, জখম ব্যক্তির নাম বিষ্ণু অধিকারী (৪৯)। বাড়ি মেখলিগঞ্জ ব্লকের ভোটবাড়ি জনপদের জুগিপাড়ায়। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে চ্যাংরাবান্ধা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে রাতেই তাঁকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। রাতের অন্ধকারে কী উদ্দেশে ওই ব্যক্তি রেললাইনের ধারে গিয়েছিলেন তা স্পষ্ট নয়। এনিয়ে তাঁর পরিবারের লোকজনও মুখ খুলতে চাননি। মেখলিগঞ্জ মহকুমা পুলিস আধিকারিক আশিস পি সুব্বা বলেন, ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি জখম হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।