সংবাদদাতা, কুমারগ্রাম: নিখোঁজ হওয়ার ১৫ দিন পরেও কুমারগ্রাম ব্লকের কামাখ্যাগুড়ির নাবালিকার কোনও সন্ধান মেলেনি। বিষয়টি নিয়ে উদ্বেগে নাবালিকার পরিবারের সদস্যরা। গত ২৪ অক্টোবর নিখোঁজ হয় ওই নাবালিকা। অভিযোগ পেয়েই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিস। অতিরিক্ত পুলিস সুপার ও মহকুমা পুলিস আধিকারিকের উপস্থিতিতে নাবালিকার খোঁজে স্নিফার ডগ নিয়ে এলাকায় তল্লাশি চালানো হয়। এছাড়াও কামাখ্যাগুড়ি ও আশপাশের বিভিন্ন এলাকায় নাবালিকার ছবি সহ পোস্টার লাগানো হয়। কিন্তু তারপরেও নাবালিকার খোঁজ মিলছে না। কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিস জানিয়েছে, নাবালিকার খোঁজ পেতে সব ধরনের চেষ্টা চলছে।