• এমাসের মাঝামাঝি থেকে হাল্কা ঠান্ডাভাব
    বর্তমান | ০৮ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: নভেম্বরের মাঝামাঝি কলকাতাসহ দক্ষিণবঙ্গে তাপমাত্রা কিছুটা কমার বা ভোরে ও রাতে হাল্কা ঠান্ডাভাব আশা করছে আবহাওয়া দপ্তর। আপাতত তাপমাত্রার স্থিতাবস্থাই চলবে। তাপমাত্রা আপাতত ওঠা-নামার বিশেষ কোনও সম্ভাবনা নেই। নভেম্বর মাসের মাঝামাঝি তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কম হতে পারে। ওইসময় কিছুটা সক্রিয় হতে পারে উত্তুরে হাওয়া। নভেম্বর মাস পড়ে গেলেও কলকাতাসহ দক্ষিণবঙ্গ জুড়ে হাল্কা শীত না-পড়ায় অনেকেই হতাশ। এখনও ঘরে পাখা চালাতে হচ্ছে। দুপুরে রোদে হাঁটলেও ঘাম হচ্ছে। আবহাওয়াবিদরা বলছেন, এটা এইসময়ের স্বাভাবিক পরিস্থিতি। শীত পড়ার মতো সময় এখনও আসেনি। নভেম্বরে কখনও-সখনও উত্তুরে হাওয়া কিছুটা আগে সক্রিয় হয়। এবার তা হয়নি। এখনও উত্তর ভারতে খুব একটা শীত পড়েনি। কারণ উত্তুরে হাওয়া সেখানেও জোরদার নয়। আবহাওয়াবিদরা বলছেন, এইসময় পুবালি বাতাস সক্রিয় হলে বঙ্গোপসাগর থেকে বেশি মাত্রায় জলীয় বাষ্প বায়ুমণ্ডলে ঢোকে। তার ফলে উত্তুরে হাওয়া থমকে যায়। আকাশ কিছুটা মেঘলা এবং কোথাও কোথাও বৃষ্টিও হয়। কয়েকদিন আগেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল। পুবালি বাতাসের সুবাদে আগামী রবিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলার কিছু স্থানে হাল্কা বৃষ্টি হতে পারে।
  • Link to this news (বর্তমান)