• দিল্লিতে পুরস্কৃত বাঙালি কৃষিবিজ্ঞানী
    বর্তমান | ০৮ নভেম্বর ২০২৪
  • সংবাদদাতা, কল্যাণী: বেবি কর্ন নিয়ে গবেষণা করে ইয়ং সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড পেলেন বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের (বিসিকেভি) প্রাক্তন ছাত্র ময়ূখ বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দিল্লিতে আয়োজিত ইন্টারন্যাশনাল এগ্রিকালচার কনফারেন্সে তাঁকে কৃষি জলবায়ু অঞ্চলে বেবি কর্ন শস্য ফলন ও সমন্বিত পুষ্টি ব্যবস্থাপনার উপর গবেষণার জন্য পুরস্কৃত করা হয়। পুরস্কার দেয় কৃষিমন্ত্রকের অধীন সংস্থা ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচারাল রিসার্চ এবং ইন্ডিয়ান সোসাইটি অফ এগ্রোনমি যৌথভাবে। এর আগে ওই কৃষিবিজ্ঞানী বেবি কর্নের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে উদ্ভিদের রোগ নির্ণায়ক নকশা তৈরি করেও পেটেন্ট পেয়েছেন। 

    জলপাইগুড়ির বাসিন্দা ময়ূখ ২০২২ সালে বিসিকেভি থেকে কৃষিবিদ্যায় স্নাতকোত্তর। বর্তমানে তিনি কৃষিমন্ত্রকে কাস্ট অফ কাল্টিভেশন প্রজেক্টে ইয়ং প্রফেশনাল হিসেবে কর্মরত। এর আগে তিনি মালয়েশিয়ায় লিঙ্কন ইউনিভার্সিটিতে কৃষিবিজ্ঞান বিভাগে সহকারী অধ্যাপকের দায়িত্ব সামলেছেন। ময়ূখ বন্দ্যোপাধ্যায় বলেন, এই পুরস্কার পেয়ে আমি গর্বিত। বেবি কর্ন চাষের ক্ষেত্রে রাসায়নিক ও জৈব সার প্রয়োগের অনুপাত এমনভাবে করা উচিত যাতে উৎপাদন সর্বোচ্চ হয়। এতে ফসলের গুণমান ঠিক থাকার পাশাপাশি উৎপাদনও বেশি হয়। স্বভাবতই লাভবান হবে চাষিরা।
  • Link to this news (বর্তমান)