• রাজ্যজুড়ে বাল্যবিবাহ রোধে বাড়তি দায়িত্ব সিডিপিওদের
    বর্তমান | ০৮ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাল্যবিবাহ রুখতে উদ্যোগী নারী, শিশু ও সমাজ কল্যাণ দপ্তর। এতদিন গ্রামে এমন ঘটনা আটকাতে কখনও পুলিস, কখনও বিডিও আবার অনেক সময় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা, এমনকী স্থানীয় পঞ্চায়েতও পদক্ষেপ করত। এই সামাজিক ব্যাধি রুখতে এবারে দপ্তর থেকে বিভিন্ন ব্লকে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসারদেরকে অতিরিক্ত দায়িত্ব প্রদানসহ চাইল্ড ম্যারেজ প্রহিবিশন অফিসার করা হল। অর্থাৎ, এই আধিকারিকরা নিজ নিজ  ব্লক এলাকায় বাল্যবিবাহের ঘটনা রুখতে পদক্ষেপ করবেন এবং এই সংক্রান্ত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সবরকম কর্মসূচি নেবেন। রাজ্যের বেশকিছু জেলা রয়েছে যেমন দক্ষিণ ২৪ পরগনা, মুর্শিদাবাদ, মালদহ প্রভৃতি জায়গায় এখনও বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধি সম্পূর্ণ বন্ধ করা যায়নি। কিছু খবর পুলিস ও প্রশাসনের কাছে এলেও অনেক ক্ষেত্রে চুপিচুপি এই কাজ সম্পন্ন হয়ে যায়। বিষয়টি যথেষ্ট উদ্বেগের বলেই অভিমত দপ্তরের। তাই নির্দিষ্ট একজন করে অফিসারকে এই ব্যাপারে দায়িত্ব দিয়ে বিষয়টির উপর আরও কঠোর নজরদারি চালাতে চাইছেন আধিকারিকরা। তবে সিডিপিওরা কীভাবে কাজ করবেন, বা এই সংক্রান্ত কোনও স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর দপ্তর থেকে দেওয়া হবে কি না, তার কোনও বার্তা নেই।
  • Link to this news (বর্তমান)