• আবারও বিদেশ যাবেন অভিষেক
    বর্তমান | ০৮ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চোখে অস্ত্রোপচার করিয়ে কালীপুজোর ঠিক দু’দিন আগে বাড়িতে ফিরেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিকিৎসকদের পরামর্শ মতো দু’মাস তাঁকে কালো চশমা পরে থাকতে হবে। মে মাসে চোখের পরীক্ষা-নিরীক্ষার জন্য ফের অভিষেককে বিদেশে যেতে হবে। আপাতত চিকিৎসকদের পরমার্শমতো কিছু নির্দেশিকা মেনে চলতে হচ্ছে তাঁকে। বৃহস্পতিবার নিজের জন্মদিনে দলের নেতা-কর্মী এবং অসংখ্য সাধারণ মানুষের সঙ্গে তিনি মিলিত হন। সকলের শুভেচ্ছা গ্রহণ করে অভিষেক তাঁদের নমস্কার জানিয়েছেন। তবে সবসময়ই তাঁর চোখে কালো চশমা ছিল। লোকসভা ভোটের সময় রোদ, ধুলোর মধ্যে তাঁকে বাংলাজুড়ে প্রচার করতে হয়েছিল। সেইসময় থেকেই অভিষেকের চোখের সমস্যা আরও গুরুতর হয়ে ওঠে। অভিষেক বলেছেন, আগে বাঁদিকের চোখে সমস্যা ছিল। এবার ডানদিকের চোখে অস্ত্রোপচার করতে হয়েছে। চোখের অবস্থা এমন হয়েছিল, এক ব্যক্তিকে ডবল করে দেখছিলাম। কিছুক্ষণ বই, কাগজপত্র পড়লেই মাথা ঘোরানো এবং অন্যান্য সমস্যা হচ্ছিল। এখন চিকিৎসকদের পরামর্শে আছি। 

    তবে মানুষের স্বার্থে দলের নেতা-কর্মীদের লড়াই চালিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। -ফাইল চিত্র
  • Link to this news (বর্তমান)