• মিঠুনের মন্তব্য নিয়ে জোড়াসাঁকো থানায় ডেপুটেশন
    বর্তমান | ০৮ নভেম্বর ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উস্কানিমূলক মন্তব্যের জেরে জোড়া এফআইআর দায়ের হয়েছে বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে। এবার ওই মন্তব্যের প্রতিবাদ জানিয়ে জোড়াসাঁকো থানায় ডেপুটেশন জমা দিলেন স্থানীয়রা। বৃহস্পতিবার, ছটপুজোর সকালে তাঁরা জোড়াসাঁকো থানায় যান। অভিনেতা মিঠুন চক্রবর্তীর উস্কানিমূলক মন্তব্যের জেরে তাঁকে গ্রেপ্তারের দাবি তোলেন এলাকাবাসী। সেই মোতাবেক থানার অফিসার ইন চার্জকে উদ্দেশ করে একটি ডেপুটেশন জমা দেন তাঁরা। থানার তরফে সেটি গ্রহণ করা হয়েছে বলে সূত্রের খবর। অন্যদিকে, মিঠুন প্রসঙ্গে এদিন একটি সাংবাদিক বৈঠকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন, অভিনেতা হিসেবে মিঠুন চক্রবর্তীকে আমি সম্মান করি। তবে তাঁকে কোনও রাজনৈতিক নেতা বলে মনেই করি না। তিনি শুধু সংবাদমাধ্যমের সামনে এসে কিছু বক্তৃতা দেন। এভাবে রাজনীতি হয় না। মানুষের কাজ করে নেতা হতে হয়। তিনি কোনওদিনই মানুষের সেবা করেননি। 
  • Link to this news (বর্তমান)