নিজস্ব প্রতিনিধি, কলকাতা: রাজ্যের প্রতিটি দপ্তরে বসবে স্মার্ট ইলেক্ট্রিক মিটার। সেই কাজ শুরু করল বিদ্যুৎ দপ্তর। প্রতি মাসে প্রিপেড ইলেকট্রিক মিটার রিচার্জ বাবদ খরচের জন্য সংশ্লিষ্ট ট্রেজারি থেকে অর্থ বরাদ্দের অনুমতিও দিল রাজ্য অর্থদপ্তর। তবে রিচার্জের জন্য বরাদ্দ অর্থ কোনও ভাবেই ইলেকট্রিক বিল বাবদ বকেয়া মেটানোর ক্ষেত্রে ব্যবহার করা যাবে না বলে নির্দেশিকায় সাফ জানিয়ে দিয়েছে অর্থদপ্তর। প্রসঙ্গত, রাজ্য সরকারের দপ্তরগুলিতে ব্যাপক হারে বিদ্যুৎ খরচ নিয়ে উষ্মা প্রকাশ করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য প্রশাসনের এক কর্তা জানিয়েছেন, আশা করা যায়, প্রিপেড ইলেকট্রিক মিটার চালু হলে বিদ্যুৎ বাবদ খরচ অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। সম্প্রতি, একাধিক দপ্তরের কোটি কোটি টাকা বিদ্যুৎ বিল বকেয়া থাকার বিষয়টি প্রকাশ্যে আসে। এই পদক্ষেপের ফলে দপ্তরগুলির বিদ্যুৎ বিল বাকি রাখার প্রবণতাতেও রাশ টানা যাবে বলে মনে করছে প্রশাসনিক মহল।