ট্যাব কাণ্ডে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী, দ্রুত টাকা পাঠানোর নির্দেশ
বর্তমান | ০৮ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: পড়ুয়াদের অ্যাকাউন্টে না ঢুকে ট্যাবের টাকা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। এই ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সূত্রের খবর, তিনি পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে বঞ্চিতদের অ্যাকাউন্টে দ্রুত টাকা পাঠানোর নির্দেশও দিয়েছেন তিনি। প্রসঙ্গত, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর ও উত্তর দিনাজপুর জেলার ৮৪ জন পড়ুয়ার অ্যাকাউন্টে এই টাকা না ঢুকে তা চলে গিয়েছে অন্য অ্যাকাউন্টে। এই নিয়ে শোরগোল শুরু হওয়ায় নড়েচড়ে বসে নবান্ন। শিক্ষাদপ্তরের থেকে রিপোর্ট চেয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ। কাদের গাফিলতির কারণে এই ঘটনা ঘটল নবান্নের তরফে তাঁদের চিহ্নিত করার নির্দেশ দেওয়া হয়েছে বলেও সূত্রের খবর। একইসঙ্গে তদন্ত শুরু করেছে পুলিসও। কীভাবে এক অ্যাকাউন্টের টাকা অন্য অ্যাকাউন্টে চলে গেল তাও তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের তরফে। ফলে শিক্ষাদপ্তরের পাশাপাশি পুলিসও তাঁদের তদন্তে কী পাচ্ছে, সেই রিপোর্ট দ্রুত নবান্নে জমা পড়বে বলে জানা গিয়েছে। তার ভিত্তিতে আগামী দিনে ‘তরুণের স্বপ্ন’ নামে ট্যাব দেওয়া প্রকল্প সহ অন্যান্য প্রকল্পে যাতে এই ধরনের ঘটনা না ঘটে সে ব্যাপারে পদক্ষেপ করবে নবান্ন।