কর্তৃপক্ষের অনুমতি ছাড়া স্বাস্থ্যভবনে ঘোরাঘুরি নয়, বার্তা শিক্ষক চিকিৎসকদের
বর্তমান | ০৮ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ব্যক্তিগত প্রয়োজনে স্বাস্থ্যভবনে আসা যাবে না। বিভিন্ন মেডিক্যাল কলেজের কর্তাদের এই মর্মে বার্তা দিল রাজ্য স্বাস্থ্যদপ্তর। সেই বার্তা সমস্ত শিক্ষক চিকিৎসকদের কাছে পৌঁছে দেওয়া হবে। কী বলা হয়েছে এই নির্দেশনামায়? এখানে বলা হয়েছে, এখন স্বাস্থ্যভবনে ঘনঘন বিভিন্ন শিক্ষক চিকিৎসককে ব্যক্তিগত দরকারে ঘোরাঘুরি করতে দেখা যাচ্ছে। তাঁদের যা কাজের ধরন, তাতে এমনটা হওয়ার কথাই নয়। তাই এরপর থেকে বিভাগীয় প্রধান, অধ্যক্ষ বা অধিকর্তার সই করা স্লিপ জমা দিতে হবে স্বাস্থ্যভবনে। না হলে তাঁদের কোনও অনুরোধ বা আবেদনকেই গ্রহণ করা হবে না। যদিও স্বাস্থ্যদপ্তরের নতুন সিদ্ধান্ত নিয়ে চিকিৎসকদের একটি মহল অসন্তুষ্ট। তাদের বক্তব্য, এর মানে হল নিজেদের অধিকারের কথা, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের কথা কাউকে জানানো যাবে না। যদিও স্বাস্থ্যকর্তাদের একাংশ জানিয়েছেন, যেভাবে কাজের দিনে হাসপাতালে রোগী ফেলে পদোন্নতি এবং বদলির জন্য স্বাস্থ্যভবনের বিভিন্ন কর্তাদের ঘরে ঘোরাঘুরি চলছিল, তা মানা যায় না।