বসানো হবে ১০৮ সিসি ক্যামেরা বাড়বে নিরাপত্তারক্ষীর সংখ্যাও
বর্তমান | ০৮ নভেম্বর ২০২৪
সংবাদদাতা, কাকদ্বীপ: নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে কাকদ্বীপ মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতালকে। দু’টি হাসপাতালেই সিসি ক্যামেরার সংখা আরও বৃদ্ধি করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়াও নিরাপত্তারক্ষীর সংখ্যাও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই সেই পরিকল্পনা অনুমোদনের জন্য স্বাস্থ্যভবনে পাঠানো হয়েছে। স্বাস্থ্যভবনের অনুমোদন পাওয়া গেলেই নতুন করে সাজিয়ে তোলা হবে কাকদ্বীপের এই দুই হাসপাতালের নিরাপত্তা বলয়।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে কাকদ্বীপ মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতালে মোট ৩০টি সিসি ক্যামেরা বসানো রয়েছে। কাকদ্বীপ মহকুমা হাসপাতালে ১২টি ও সুপার স্পেশালিটি হাসপাতালে সিসি ক্যামেরার সংখ্যা রয়েছে ১৮টি। নতুন যে পরিকল্পনা নেওয়া হয়েছে, তাতে মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতালে নতুন করে আরও ১০৮টি সিসি ক্যামেরা বসানো হবে। অর্থাৎ দু’টি হাসপাতাল মিলিয়ে মোট ১৩৮টি সিসি ক্যামেরা লাগানো থাকবে। মহকুমা হাসপাতালে নতুন করে বসানো হবে ৫৬টি ও সুপার স্পেশালিটি হাসপাতালে বসানো হবে ৫২টি সিসি ক্যামেরা। দু’টি হাসপাতালের বিল্ডিংয়ের ভিতরে ও বাইরে এই ক্যামেরাগুলি বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কাকদ্বীপ মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতালের ভবন দু’টির মধ্যে দূরত্ব প্রায় ২০০ মিটার। এছাড়াও হাসপাতালের ভিতরের চত্বরও অনেক বড়। তাই বেশি সংখ্যক সিসি ক্যামেরা বসিয়ে নিরাপত্তার দিকটি নজরে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়াও দু’টি হাসপাতালে নিরাপত্তারক্ষীর সংখ্যাও বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল মিলিয়ে মোট ২১ জন নিরাপত্তারক্ষী দায়িত্বে রয়েছেন। নতুন করে আরও ২০ জন নিরাপত্তারক্ষী নেওয়া হবে। এই কুড়ি জনের মধ্যে ১৫ জন মহিলা ও পাঁচজন পুরুষ থাকবেন। ইতিমধ্যেই এই পরিকল্পনা লিখিতভাবে স্বাস্থ্যভবনে পাঠানো হয়েছে। এ বিষয়ে কাকদ্বীপ মহকুমা হাসপাতালের সুপার কৃষ্ণেন্দু রায় বলেন, নিরাপত্তা বৃদ্ধির জন্য এই পরিকল্পনা স্বাস্থ্যভবনে জানানো হয়েছে। আশা করা যায় শীঘ্রই অনুমোদন পাওয়া যাবে। নিজস্ব চিত্র