উর্দিবাজারে ৮ হাজার চারাগাছ দিয়ে মণ্ডপ তাঁতের শাড়ির প্যান্ডেল দৈবকপাড়ায়
বর্তমান | ০৮ নভেম্বর ২০২৪
নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: চন্দননগরের জগদ্ধাত্রী পুজো বিখ্যাত। আরও বিখ্যাত পুজোর আলোকসজ্জা। কিন্তু থিম আসার পর প্রতিমা থেকে মণ্ডপসজ্জাতে এসেছে নানা চমক। পুজোর সংখ্যা এবং প্রতিযোগিতা বেড়েছে। বেড়েছে চমকের মাত্রাও। এ বছরের পূজোতেও প্রতিমা থেকে মণ্ডপসজ্জা এবং আলোকসজ্জাতেও নানা ধরনের চমক নিয়ে হাজির থিমের পুজোগুলি। পরিবেশ রক্ষার বার্তা থেকে পুরনো কুটির শিল্প ধরে রাখার বার্তা, চমকের তালিকায় আছে হরেক উপাদান। প্রতিমার সজ্জাতেও থাকছে নানা বাহার। বুধবার থেকে পুজোকে কেন্দ্র করে আলোকনগরী হয়ে উঠেছে আরও উজ্জ্বল। এই আলোকসজ্জা আরও বাহারি হয়ে উঠছে মনোহর মণ্ডপ ও প্রতিমাকে ঘিরে।
চন্দননগরের উর্দিবাজার সর্বজনীনের পুজো এবার পা দিয়েছে ৬২ বছরে। প্রায় আট হাজার নতুন চারাগাছের মাধ্যমে সাজিয়ে তোলা হচ্ছে মণ্ডপ। থিমে বর্ণময় ছোঁয়া দিতে ক্লাব প্রাঙ্গণে দীর্ঘদিন ধরে বেড়ে উঠেছে চারা গাছগুলি। এক কথায় জীবন্ত গাছের সমারোহ দেখা যাবে উর্দিবাজারের মণ্ডপে। থিমের নাম, ‘সবুজের মাঝে পুরাণের সাজে’। অর্থাৎ আধুনিকতার সঙ্গে পৌরাণিক বিষয়ের মেলবন্ধন থিম করেছে তারা। চন্দননগরের জগদ্ধাত্রীর সাজ একটি উল্লেখযোগ্য বিষয়। গত কয়েক বছর ধরে সেই সাজেও থিম সংস্কৃতির ব্যাপক ছোঁয়া লেগেছে। উর্দিবাজারে দেবীর সাজে রাখা হয়েছে পৌরাণিক থিম। মহিষাসুরমর্দিনী আখ্যানকে তুলে ধরা হয়েছে গোটা সাজজুড়ে। বেশি করে গুরুত্ব দেওয়া হয়েছে সেই ঘটনাকে, যেখানে দেবীকে নানা অস্ত্রে সাজিয়ে তুলছেন দেবতারা। সাজের মধ্যেই রয়েছেন কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, মহাদেব। অর্থাৎ দেবী থাকছেন সপরিবারে, স্বমহিমায়। জগদ্ধাত্রী প্রতিমার সঙ্গে দেবী মহিষাসুরমর্দিনী এই সমন্বয়ও পুজোয় বাড়তি মাত্রা যোগ করেছে।
ক্লাব কর্তা শুভজিৎ সাউ বলেন, ‘রীতি মোতাবেক আমাদের প্রতিমা সাবেকি। কিন্তু সেই ধারাকে বজায় রেখেও আমরা একটি ভিন্ন আঙ্গিক তৈরির চেষ্টা করেছি। পুরাণ থেকে আধুনিক সময়ের সমস্যাকে এক কাঠামোয় ধরার প্রয়াস আমাদের। চন্দননগরের বিখ্যাত আলোকসজ্জা তো থাকছেই।’
চন্দননগরের দৈবকপাড়া সর্বজনীনের এবারের থিম, ‘আঁচল’। দেবী আসলে মা। তাই তাঁর আঁচলের ছত্রছায়ায় পালিত জগতের সাধারণ মানুষের হাসি-কান্না, দুঃখ-ব্যথাই থিমে প্রকাশিত হয়েছে। কিন্তু সঙ্গে পুজো উদ্যোক্তারা জুড়ে দিয়েছেন বাংলার প্রাচীন তাঁতশিল্পের কথাকেও। তাই তাঁতের শাড়ি দিয়েই গড়ে উঠেছে মণ্ডপসজ্জা। দৈবকপাড়ার দেবী সুপ্রাচীন হয়েও আধুনিক। তাঁর গড়নে সেই রীতি স্পষ্ট। আবার তাঁর সাজ নিয়েও পৃথক ভাবনা ভেবেছে দৈবকপাড়া। তাই সেখানকার দেবী সেজেছেন, মাটির সাজে। পুজো উদ্যোক্তা অমিত দাস বলেন, ‘একটি ফিউশন সংস্কৃতির থিম পুজো আমরা দর্শকদের সামনে হাজির করছি। ভিড়ের দাপট বলছে, সেই প্রয়াস জনপ্রিয় হয়েছে।’