নিজস্ব প্রতিনিধি, বরানগর: সম্পত্তি নিয়ে বিবাদ হতো মাঝে মধ্যে। তা নিয়ে মদ্যপ অবস্থায় বৃদ্ধা মাকে মারধর, খেতে না দেওয়ার মতো নানা অভিযোগ উঠত গুণধর ছেলের বিরুদ্ধে। পুলিস একবার গ্রেপ্তারও করেছিল। বুধবার রাতে ফের ছেলের মারধরে অপমানিত বৃদ্ধা তিনতলার আবাসন থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন। মৃতার নাম সবিতা রায় (৭৩)। বরানগরের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
জানা গিয়েছে, বরানগর পুরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নবীনচন্দ্র দাস রোডের বাসিন্দা সবিতা রায়। বহু বছর আগে তাঁদের জায়গার উপর চারতলা বহুতল তৈরি হয়েছিল। ওই বহুতলের তিন তলার ফ্ল্যাটে ছেলে, বৌমা ও নাতনির সঙ্গে তিনি থাকতেন। ছেলে রাজু আলমবাজার এলাকায় গ্রিলের দোকানের কর্মী। অভিযোগ, প্রতিদিন রাতে মদ্যপ অবস্থায় বাড়িতে এসে রাজু ঝামেলা পাকাতো। মাকে মারধর করত। রাজুর তাণ্ডবে পাড়ার বাসিন্দারাও অতিষ্ঠ ছিল। প্রতিদিন রাতে অপ্রকৃতস্থ অবস্থায় আশপাশের লোকেদেরও সে গালাগালি করত। ছেলের অত্যাচার চরমে ওঠায় এর আগেও তিনি স্থানীয় কাউন্সিলার ও থানার দারস্থ হয়েছিলেন। কাউন্সিলারের উদ্যোগে বহুবার মা ও ছেলেকে নিয়ে বসে আলোচনা করেও সমস্যা মেটেনি। বছর খানেক আগে পুলিস রাজুকে গ্রেপ্তার করেছিল। তার পরেও ছেলের কোনও বদল আসেনি। অভিযোগ, বুধবার রাতে রাজু মদ্যপ অবস্থায় বাড়ি ফেরে। এরপর মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ শুরু হয়। মাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার পাশাপাশি মারধরও করে। এরপর ওই বৃদ্ধা রাত সাড়ে ১১টা নাগাদ তিন তলার খোলা ব্যালকনি থেকে নীচে ঝাঁপ দেন। আশঙ্কজনক অবস্থায় স্থানীয়রা তাঁকে প্রথমে বরানগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়। ওই ঘটনার পর রাজু পলাতক রয়েছে। রাজুর স্ত্রী কাকলি রায় বলেন, শাশুড়ি জিনিসপত্র এদিক-ওদিক রেখে ভুলে যেতেন। বুধবার আলমারির চাবি কোথাও রেখে ভুলে যান। আমাকে চোর অপবাদ দেন। পরে তিনি চাবি খুঁজেও পেয়েছিলেন। আমার স্বামী কাজ থেকে ফিরে আসার পর তা নিয়ে ফের বচসা হয়। ওই সময় সে মাকে একটা চড় মেরেছিল। এরপর সকলে যে যার মতো ঘরে ঢুকে গিয়েছিলাম। কিছু সময় পর আওয়াজ পেয়ে বাইরে বের হয়ে দেখি শাশুড়িমা উপর থেকে ঝাঁপ দিয়েছেন। বৃদ্ধা ঝাঁপ দেন নাকি কেউ ঠেলে ফেলে দিয়েছে, তা খতিয়ে দেখছে পুলিস।