নিজস্ব প্রতিনিধি, বারাসত: বৃহস্পতিবার দুপুরে দেগঙ্গার মির্জানগর বাজারে একটি দড়ি কারখানায় আগুন ধরে যায়। দমকলের একটি ইঞ্জিন এসে ঘণ্টা তিনেকের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। জানা গিয়েছে, বেড়াচাঁপা ১ পঞ্চায়েতের মির্জানগর বাজারে ওই দড়ি তৈরির কারখানাটি রয়েছে। সেখানে বেশ কয়েকজন শ্রমিক মেশিনের সাহায্যে দড়ি তৈরি করছিলেন। পাসেই চলছিল একটি মোটর। আচমকা দড়িতে আগুন লেগে যায়। দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে কারখানার বিভিন্ন অংশে। আগুন লেগে যায় পাটের গোডাউনেও।
এরপর খবর দেওয়া হয় দেগঙ্গা থানার পুলিস ও বেড়াচাঁপা দমকল কেন্দ্রে। দমকলের একটি ইঞ্জিন এসে ঘণ্টা তিনেকের চেষ্টায় আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে। কারখানার মালিক সিরাজ আলি বলেন, ভয়ঙ্কর এই অগ্নিকাণ্ডে লক্ষাধিক টাকার সামগ্রী পুড়ে ছাই হয়েছে। আর দমকল বিভাগের আধিকারিক বিপ্লব পাল বলেন, কীভাবে আগুন লেগেছে, তা তদন্ত করে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে।